• SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি-র নিয়োগ বিজ্ঞপ্তি জারি, কত শূন্যপদ? আবেদন কবে থেকে?
    এই সময় | ২৯ আগস্ট ২০২৫
  • শিক্ষক নিয়োগের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে এ বার শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শুক্রবার ‘গ্রুপ সি’ এবং ‘গ্রুপ ডি’-র শূন্যপদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। কত শূন্যপদ রয়েছে, কবে থেকে আবেদন করা যাবে, এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

    এসএসসি জানিয়েছে, গ্রুপ সি (ক্লার্ক)-এর ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা ২৯৮৯ এবং গ্রুপ ডি-এর ক্ষেত্রে শূন্যপদ ৫৪৮৮।

    কমিশনের ওয়েবসাইটে ১৬ সেপ্টেম্বর, ২০২৫ বিকেল ৫টা থেকে ৩১ অক্টোবর, ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত করা যাবে আবেদন। পরীক্ষায় বসার জন্য ৩১ অক্টোবর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত সম্ভবত ফি জমা দেওয়া যাবে। কবে পরীক্ষা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য ৩১ অগস্ট থেকে পাওয়া যাবে এসএসসি-র ওয়েবসাইট www.westbengalssc.com-এ।

    উল্লেখ্য, চলতি বছরেই ২০১৬ সালে এসএসসির গোটা নিয়োগ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষক এবং শিক্ষাকর্মী-সহ চাকরিহারা হয়েছিলেন প্রায় ২৬ হাজার। ইতিমধ্যেই সেই শূন্যস্থানে শিক্ষক নিয়োগের উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। এ বার গ্রুপ সি এবং ডি-এর নিয়োগের জন্যও তৎপর হলো কমিশন।

  • Link to this news (এই সময়)