• ফের সর্বনাশ উত্তরাখণ্ডে, মেঘ ভাঙা বৃষ্টি, ধ্বংসলীলা জায়গায় জায়গায়, আটকে বহু পরিবার-পর্যটক
    আজকাল | ৩০ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের একই অবস্থা। ফের মেঘভাঙা বৃষ্টি। রাতের অন্ধকারে ফিরে এসেছে আতঙ্ক। শুক্রবার সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের বারেথ ডুঙ্গার কোট এবং চামেলির দেবল এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে আচমকা মেঘভাঙা বৃষ্টি হয় সেখানে।

    দুই পৃথক জায়গায় ফের ভয়াবহ বিপর্যয়।  ইতিমধ্যে, পরিস্থিতি প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছেন খোদ সেখানকার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টির কারণে ধ্বংসলীলা চলেছে। ধ্বংসস্তুপে আটকে পড়েছে বহু পরিবার। অবরুদ্ধ হয়ে আছে এলাকা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, চলছে উদ্ধারকারজ। ত্রাণ পাঠানোর কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

    চামালিতেই এই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল গত সপ্তাহেই। গত সপ্তাহে, উত্তরাখণ্ডের চামোলি জেলায় মেঘ ভাঙা বৃষ্টির ফলে ঘরবাড়ি ও ভবনের ধ্বংসস্তূপ ভেসে যায়। কর্মকর্তাদের মতে, থারালি বাজার এলাকা এবং থারালি তহসিল কমপ্লেক্স ধ্বংসস্তূপে অবরুদ্ধ হয়ে গিয়েছিল। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) এর সরকারি বাসভবন, দোকানপাট এবং যানবাহন-সহ অনেক আবাসিক এলাকাও এর নিচে চাপা পড়ে যায়। চাম্বা জেলায়, সপ্তাহের শুরুতেই মণিমহেশ যাত্রা শুরু হওয়ায় বিপুল সংখ্যক মানুষ আটকে পড়েছিলেন সেখানে। 

    জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এই মরশুমে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টি, বন্যা পরিস্থিতি, মেঘভাঙা বৃষ্টি এবং বিধ্বস্থ জনজীবনের সাক্ষী থেকেছে। গত শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় শুক্রবার গভীর রাতে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। থারালি বাজার, কোটদীপ ও থারালি তহসিল কমপ্লেক্সে জল ও কাদামাটির স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর স্থানীয় সূত্রে। বহু বাড়িঘর, এসডিএমের বাসভবন এবং অন্যান্য সরকারি ভবনও ক্ষতির মুখে পড়েছে। অন্যান্য জায়গার ধ্বংসাবশেষ ঢুকে গিয়েছে সরকারি ভবনগুলিতে। তহসিল কমপ্লেক্সে পার্ক করা একাধিক গাড়ি কাদামাটির নিচে চাপা পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শহরের রাস্তাগুলি মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছে পুকুরে। সংলগ্ন সাগওয়ারা গ্রামে এক কিশোরী কাদামাটির নিচে চাপা পড়ে নিখোঁজ বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাপক বৃষ্টির সঙ্গে সঙ্গেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণকাজ শুরু করেছে পুলিশ ও প্রশাসন।

    চেপডাউন বাজারের বেশ কিছু দোকানও ধ্বংসস্তূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘গতরাতে চামোলির থারালি এলাকায় মেঘভাঙার দুঃখজনক খবর পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন, এসডিআরএফ ও পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নেমেছে। আমি নিয়মিত স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করছি। সবার নিরাপত্তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি’। থারালি-গোয়ালডাম সড়ক মিংগেডেরা অঞ্চলে ধ্বংসস্তূপ ও প্রবল বৃষ্টিতে বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি থারালি-সাগওয়ারা রুটও অবরুদ্ধ হওয়ায় স্থানীয় যাতায়াত ব্যাহত। এদিকে, বহু গাড়ি জল ও কাদামাটির স্রোতে ভেসে গিয়েছে।
  • Link to this news (আজকাল)