আজকাল ওয়েবডেস্ক: গণেশ চতুর্থীর উৎসব যখন সারা দেশে চলছে, এরই মধ্যে একটি অদ্ভুত অথচ হৃদয়স্পর্শী ভিডিও নেট দুনিয়ায় সাড়া ফেলেছে। ছোট্ট এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিড়াল শান্তভাবে ঘুমিয়ে রয়েছে ভগবান গণেশের প্রতিমার হাতে। ভিডিওতে দেখা যায়, বিড়ালটি আরামে গুটিসুটি মেরে শুয়ে আছে, যেন সে সবচেয়ে নিরাপদ ও শান্ত আশ্রয় খুঁজে পেয়েছে।
বিশু দেওলেকার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ এটিকে গণেশ চতুর্থীর আগে দেখা সবচেয়ে আদুরে ভিডিও বলে মন্তব্য করেছেন। অনেক দর্শক এই দৃশ্যকে একইসঙ্গে মিষ্টি ও প্রতীকী বলে বর্ণনা করেছেন। কেউ কেউ “Bro is in safe hands” লিখে মজার ছলে আবার আবেগঘনভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।
২৫ আগস্ট, ২০২৫-এ ভিডিওটি শেয়ার করা হয়, আর তারপর থেকেই এটি ৮ মিলিয়ন ভিউ এবং ১১ লক্ষেরও বেশি লাইক পেয়েছে। ভিডিওটি ঘিরে অনলাইনে উষ্ণ প্রতিক্রিয়ার ঝড় ওঠে। কেউ একে শান্তি ও আরামের প্রতীক বলেছেন, আবার অনেকে শুধুই হৃদয়ের ইমোজি দিয়ে ভালোবাসা জানিয়েছেন।
একজন ব্যবহারকারী, গৌরী, লিখেছেন— “Bro is sleeping at the best place!!” অন্য একজন, প্রতিভা প্রণেশ কুলকার্নি, লিখেছেন— “The aatma found its parmatma।” আরেকজন, রূপেশ, মন্তব্য করেছেন— “Cutest video on the internet today।”
গণেশ চতুর্থীর এই পবিত্র উৎসব, যা গণেশোৎসব নামেও পরিচিত, অত্যন্ত আনন্দ-উৎসাহের সঙ্গে পালিত হয়। এটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা ভগবান গণেশকে সম্মান জানায় এবং তাঁর জন্মতিথি উদযাপন করে। ১০ দিনের এই উৎসব শুরু হয় চতুর্থীর তিথিতে প্রতিমা স্থাপনের মাধ্যমে এবং শেষ হয় অনন্ত চতুর্দশীতে, যা গণেশ বিসর্জন নামেও পরিচিত। এদিন ভক্তরা শোভাযাত্রার মাধ্যমে জলাশয়ে প্রতিমা বিসর্জন দেন।