• শিশুকে স্তন্যপান করাচ্ছিলেন মহিলা যাত্রী, গাড়ির ভেতরের আয়না ঘুরিয়ে দিলেন চালক! নেট দুনিয়ায় হইহই...
    আজকাল | ৩০ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নানারকম ভয়ংকর ঘটনা দেখা যায়। কখনও মহিলারা ক্যাব ব্যবহার করার সময় অশোভন আচরণের শিকার হন কিংবা কখনও নিরাপত্তাহীনতায় ভোগেন। কিন্তু সব গল্প আবার একরকমও নয়। মাঝেমধ্যে এমন কিছু ঘটনাও সামনে উঠে আসে, যা মানবতার প্রতি বিশ্বাস পুনরায় ফিরিয়ে দিতে পারে। পাশাপাশি মনে করিয়ে দেয় যে, সৌজন্য ও সদ্ব্যবহারই একমাত্র 'সেরা ট্রেন্ড' হতে পারে। সম্প্রতি এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে একটি ক্যাব চালকের এক ছোট্ট কিন্তু গভীর অনুভূতিপ্রবণ আচরণ ইন্টারনেট ব্যবহারকারীদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

    ইনস্টাগ্রামে একটি পোস্টে সদ্য মা হওয়া ইয়াশিকা তাঁর অভিজ্ঞতা পুরোপুরি শেয়ার করেন। তিনি জানান, তাঁর নবজাতক সন্তানসহ একা ক্যাবে ভ্রমণ করছিলেন ঘটনার দিন। পোস্টে তিনি লিখেছেন, 'আমি নিজেকে ঢাকার জন্য একটি সোয়াডল (কম্বল) নিয়ে গিয়েছিলাম, কিন্তু তাও আমি ক্যাবে বুক ফিড করায় স্বস্তি পাচ্ছিলাম না।' তারপর তিনি আরও জানান, ভারতে অনেক মহিলা'ই এমন অপ্রস্তুত পরিস্থিতিতে অস্বস্তিতে ভোগেন। এর কারণ অনেক সময় গাড়িচালকরা রিয়ার-ভিউ মিরর অপব্যবহার করেন, যা যাত্রীদের রীতিমতো অস্বস্তিতে ফেলে দেয়।

    কিন্তু এখানে ইয়াশিকার কল্পনার সম্পূর্ণ বিপরীত একটি ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, 'আমি নিজেকে এবং আমার শিশুকে ঢেকে ব্রেস্ট ফিড করাচ্ছিলাম। তখন দেখি, গাড়িচালক তাঁর রিয়ার-ভিউ মিরর এমনভাবে ঘুরিয়ে দিলেন যাতে পিছনের সিট একেবারেই দৃশ্যমান না থাকে। এটি একটি সাধারণ আচরণ, কিন্তু এটিই আবার তাঁর চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দেয়।'

    এই মুহূর্তটি তিনি ভিডিও করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওটি মুহূর্তে ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গাড়িচালক চুপচাপ গাড়ি চালাচ্ছেন। কিন্তু ভিডিওর পেছনের গল্পই আসল বার্তা পৌঁছে দেয়। ইয়াশিকা লেখেন, 'একজন সদ্য হওয়া মায়ের জন্য, এই ছোট্ট কাজই এক বিশাল আশ্বাসের মতো। ওখানে আমি কেবল একজন যাত্রী ছিলাম না, আমি ছিলাম একজন মা, যিনি এক অচেনা মানুষের কাছ থেকে সম্মান ও নিরাপত্তা অনুভব করছিলেন।'

    ভিডিওটি ভাইরাল হওয়ার পর বহু মানুষ মন্তব্য করেন। ঘটনার জেরে একজন মন্তব্যে লেখেন, 'এটা পড়ে মনটা ভালো হয়ে গেল। এ ধরনের নীরব কিন্তু সম্মানজনক আচরণই মানবতার উপর বিশ্বাস ফিরিয়ে আনে।' আরেকজন এ বিষয়ে বলেন, 'যখন কেউ বলে ‘সব পুরুষ একরকম নয়’, তখন তারা এমন মানুষদের কথাই বোঝায়। একজন সত্যিকারের ভদ্রলোক।' কেউ আবার মন্তব্য করে বলেছেন, 'এটা সত্যিই খুবই সুন্দর আচরণ। মন ছুঁয়ে গেল।' অন্য এক মন্তব্য ছিল, 'এই ঘটনা আমার আজকের পুরো দিনটাকে সুন্দর করে দিল।' সম্প্রতি ঘটে যাওয়া এহেন হৃদয়স্পর্শী ঘটনা সমাজকে মনে করিয়ে দেয়, প্রত্যেক সময় বড় কোনও পদক্ষেপ ছাড়াও একজন অচেনা মানুষের চিন্তাশীল একটা ছোট সিদ্ধান্তই অন্য একজনের জীবনে বড় প্রভাব ফেলতে পারে।
  • Link to this news (আজকাল)