• এক বোনে শখ মেটা না, অন্য বোনকেও চাই! দ্বিতীয় স্ত্রীর কাছে দাবি করে এ কী করে ঘটালেন ব্যক্তি...
    আজকাল | ৩০ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয়বার বিয়ে করেও শখ মেটেনি। দ্বিতীয় স্ত্রীর বোনকে বিয়ে করতে চেয়েছিলেন ব্যক্তি। স্বামীর এই প্রস্তাবে যথারীতি রাজি হননি স্ত্রী। সেই রাগে হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে চড়ে বসলেন ওই ব্যক্তি। এই নাটকীয় দৃশ্যের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের কনৌজ। ওই ব্যক্তির নাম রাজ সাক্সেনা। 

    একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজ ২০২১ সালে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রাজের প্রথম পক্ষের স্ত্রী অসুস্থতার কারণে বিয়ের এক বছর পর মারা যান এবং এরপর তিনি তাঁর বোনকে বিয়ে করেন। তবে, দ্বিতীয় বিয়ের দুই বছরেরও বেশি সময় পরে, রাজ তাঁর স্ত্রীর ছোট বোনের প্রেমে পড়ে যান। তাকেও বিয়ে করার জন্য জোরাজুরি শুরু করে দেন বলে জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে।

    বৃহস্পতিবার সকালে, রাজ তাঁর স্ত্রীকে তাঁর বোনকে বিয়ে করার ইচ্ছার কথা জানান। স্ত্রী যখন তাঁর দাবি প্রত্যাখ্যান করেন, তখন তিনি একটি হাইটেনশন বিদ্যুতের টাওয়ারে উঠে নাটকীয় প্রতিবাদ করতে থাকেন। যা বলিউড চলচ্চিত্র শোলে-এর একটি বিখ্যাত দৃশ্যের কথা মনে করিয়ে দেয় - এবং তাঁর শ্যালিকাকে বিয়ে করার দাবিতে চিৎকার করতে থাকেন।

    এই নাটকীয় পরিস্থিতির কারণে এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। কয়েক ঘণ্টার চেষ্টায় পুলিশ এবং তাঁর পরিবারের সদস্যদের তাকে নীচে নেমে আসতে রাজি করান। তাঁকে আশ্বাস দেওয়া হয় যে তাঁর দাবি বিবেচনা করে দেখা হবে।

    গত ৪ আগস্ট উত্তরপ্রদেশের ভাদোহি জেলায় একই রকম একটি ঘটনায় এক ব্যক্তি মোবাইল টাওয়ারে উঠেছিলেন এবং হুমকি দিয়েছিলেন যে তাঁর ‘প্রেমিকা’কে বিয়ের জন্য না আনা হলে তিনি টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে দেবেন।

    এই নাটকীয় ঘটনাটি পুলিশ এবং দমকলকর্মীদের মধ্যে পাঁচ ঘন্টার উত্তেজনাপূর্ণ টালবাহানার পর পবন পান্ডে নামে ওই ব্যক্তিকে টাওয়ার থেকে নামিয়ে আনা হয়। তবে, তদন্তের পর পুলিশ জানতে পারে যে পবন একটি ভুয়ো পরিচয়ের মাধ্যমে অনলাইন জালিয়াতির শিকার হয়েছেন। যে মহিলার সঙ্গে পবন বিশ্বাস করেছিলেন যে তিনি সম্পর্কে ছিলেন, আসলে ওই মহিলার কখনও কোনও অস্তিত্বই ছিল না।

    সর্বভারতী সংবাদ সংস্থা পিটিআই-কে সার্কেল অফিসার অশোক কুমার মিশ্র জানিয়েছেন, “পান্ডে শহরের প্রধান সড়কে একটি পানের দোকান চালান এবং সকাল ৯টার দিকে তিনি ইয়াকুবপুরের কাছে টাওয়ারে উঠেছিলেন। উপর থেকে তিনি খুশবু নামে এক মহিলাকে ডাকতে থাকেন এবং জোর দিয়ে বলেন যে তাXকে ঘটনাস্থলে আনা হোক, নাহলে তিনি লাফ দেবেন।”
  • Link to this news (আজকাল)