• লেদার কমপ্লেক্সে ফের রক্তাক্ত খুন, ধারালো অস্ত্রের কোপে মৃত্যু কারখানার কর্মীর...
    আজকাল | ৩০ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: লেদার কমপ্লেক্স এলাকায় ফের খুনের ঘটনা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চামড়ার কারখানার কর্মী বিলকিস বিবিকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়। পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, পারিবারিক টানাপোড়েন থেকেই এই হত্যাকাণ্ড। স্থানীয় সূত্রে খবর, বিলকিস বিবি এস এম ইন্টারন্যাশনাল নামের একটি চামড়ার কারখানায় কাজ করতেন। সেদিন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ছুটি শেষে কারখানা থেকে বেরোনোর সময় হঠাৎই বাইকে করে আসে দু’জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। তারা ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারে বিলকিসকে। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। বাইরে চিৎকার শুনে কারখানার অন্যান্য কর্মীরা বাইরে বেরিয়ে তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা বিলকিসকে মৃত বলে ঘোষণা করেন।

    ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ব্যক্তিগত সম্পর্ক ও টানাপোড়েন থেকেই এই হামলা হতে পারে। বিলকিস বিবির বর্তমান স্বামী করিম গাজীর এটি দ্বিতীয় বিবাহ বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বুধবার দক্ষিণ কলকাতার ব্রাহ্মণপুর এলাকায় এক হাড়হিম করা কাণ্ড ঘটে। সাতসকালে রাস্তা দিয়ে ছুটছিলেন এক মহিলা। তাঁর পিছনে ধারালো অস্ত্র নিয়ে ছুটছিলেন এক ব্যক্তি। স্থানীয়রাও বুঝে উঠতে পারেননি কী হচ্ছে। সবাই হতভম্ব হয়ে যান। এদিকে, কিছু সময়ের মধ্যেই ওই মহিলাকে ধরে ফেলে পরপর কোপ বসায় ওই ব্যক্তি। বুধবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ কলকাতার ব্রাহ্মণপুর এলাকায়। জানা যায়, সম্পর্কে তাঁরা স্বামী–স্ত্রী। ব্রাহ্মণপুর এলাকাতেই বাস তাঁদের। স্ত্রী এলাকায় পরিচারিকার কাজ করেন। বেশ কিছুদিন ধরেই স্ত্রীকে একাধিক বিষয়ে স্বামী সন্দেহ করছিল বলে অভিযোগ। স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে, সেই বিষয়েও সন্দেহ চলত বলে অভিযোগ। এই বিষয় নিয়ে দু’জনের মধ্যে প্রবল অশান্তিও হয়েছে।

    বুধবার সকালে বাড়িতেই স্বামী–স্ত্রীর মধ্যে তীব্র ঝামেলা শুরু হয়ে যায়। সে সময় ওই ব্যক্তি ঘরের ভিতরেই ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ। কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তায় ছুটতে থাকেন। অভিযোগ, ছুরি হাতেই স্ত্রীর পিছনে তাড়া করেন স্বামী। সাত সকালে দক্ষিণ কলকাতার ব্রাহ্মণপুর এলাকার রাস্তায় এই ঘটনা দেখে স্থানীয়রাও চমকে যান। কিছুদূর ধাওয়া করে এক চায়ের দোকানের সামনে স্ত্রীকে ধরে রাস্তার উপরেই ওই ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন ওই মহিলা। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। আক্রমণ করার পরেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়রাই পুলিশে খবর দেন। রক্তাক্ত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক বলে প্রাথমিক খবরে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। এই ঘটনার পর গোটা এলাকা থমথমে হয়ে ছিল। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজনও। জানা যায়, নাবালক পুত্রের সামনেই এই কাণ্ড ঘটায় ওই ব্যক্তি।
  • Link to this news (আজকাল)