সংবাদদাতা, আলিপুরদুয়ার: ফের গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ফুটবলাররা। এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ফুটবলারদের চার চাকা গাড়িতে ধাক্কা দিল একটি লরি। দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ১৪ জন ফুটবলার।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার-২ ব্লকের পুঁটিমারী এলাকায় অসমগামী ৩১-সি জাতীয় সড়কে। এদিন মেটেলির একটি ক্লাব চার চাকা গাড়ি ভাড়া করে ফুটবলারদের নিয়ে বারোবিশায় ফুটবল খেলতে যাচ্ছিল। পুঁটিমারিতে একটি লরি পিছন থেকে সজোরে ধাক্কা মারলে চার চাকাটি উল্টে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে পড়ে।দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই শামুকতলা রোড পুলিস জখম ১৪ জন ফুটবলারকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতাল সূত্রে খবর, সেখানে প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।