• আগামী রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে, বিকল্প রুটের বিজ্ঞপ্তি জারি
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আগামী রবিবার সাড়ে ১৭ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু ও কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল। জানা গিয়েছে, কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম উত্তোলনের কাজ এবং বিদ্যাসাগর সেতুতে কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কাজ চলবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এই কাজ চলাকালীন ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা কলকাতাগামী যানবাহনকে নিবড়া মোড় থেকে সলপ, পাকুরিয়া, সিসিআর ব্রিজ দিয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ডানকুনির দিক থেকে আসা যানবাহনকেও একইভাবে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলো বিদ্যাসাগর সেতুর পরিবর্তে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু ব্যবহার করবে।পণ্যবাহী গাড়ি ছাড়া কোলাঘাটগামী অন্যান্য যানবাহন জিটি রোড, কাজিপাড়া, আন্দুল রোড হয়ে রানিহাটির দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পণ্যবাহী ছাড়া ডানকুনিগামী গাড়িগুলোকে বেলেপোল মোড় থেকে শৈলেন মান্না সরণি, হাওড়া-আমতা রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। একইভাবে কলকাতার দিক থেকে হাওড়াগামী সমস্ত যানবাহন হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)