• উত্তরপ্রদেশ হোমগার্ডে বিপুল নিয়োগ, কর্মসংস্থানে উদ্যোগী যোগী সরকার
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশে হোমগার্ড স্বেচ্ছাসেবকদের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। গত বছরেই তিনি ৪৪ হাজার শূন্য পদে নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। বৃহস্পতিবার নিজ বাসভবনে তিনি বৈঠক করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য বোর্ড গঠনের নির্দেশ দেন।

    এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণে হোমগার্ড স্বেচ্ছাসেবকদের ভূমিকার কথা তিনি তুলে ধরেন। তরুণরা যাতে এই পরীক্ষায় নিজের যোগ্যতা অনুযায়ী সুযোগ পান ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকে, তার জন্য উচ্চ সরকারি আধিকারিকদের আলাদা বোর্ড গঠন করার পরামর্শও দেন তিনি। নাম তালিকাভুক্তির সর্বোচ্চ বয়স ৩০ বছর। পাশাপাশি এই নিয়োগে লিখিত পরীক্ষা বাধ্যতামূলক হবে বলেও তিনি জানিয়েছেন। নিয়োগ প্রক্রিয়া একটি সুষ্ঠু নিয়োগ বিধির মধ্যে দিয়ে করা হবে বলে তিনি জানিয়েছেন।

    বর্তমানে রাজ্যে ৭১১৫৫ জন হোমগার্ড কর্মরত রয়েছেন। সরকারি তথ্য মতে আগামী ১০ বছরে প্রায় ৩৮ হাজার স্বেচ্ছাসেবক অবসর নেবেন। রাজ্যে পঞ্চাশ বছরের বেশি হোমগার্ড কর্মী রয়েছে প্রায় ৫১ শতাংশ। কর্মীদের জন্য এক্স-গ্রেটিয়া এবং পেনশনের মতো ব্যবস্থাগুলি অনলাইনে উপলব্ধ। হোমগার্ড মিত্র মোবাইল অ্যাপের মাধ্যমে কাজকর্ম এখন আরও সহজ হয়েছে। কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ১২টি বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র প্রতি বছর ১৫ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়ে থাকে।
  • Link to this news (প্রতিদিন)