• রেললাইনে চালকবিহীন বাইকে ধাক্কা দুরন্ত এক্সপ্রেসের! দাউদাউ আগুনে চাঞ্চল্য উলুবেড়িয়ায়
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
  • মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: উলুবেড়িয়ায় ফের ব্যহত রেল পরিষেবা। প্রায় ২৫ মিনিট আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ থাকে। ভোগান্তির শিকার হন যাত্রীরা। জানা গিয়েছে, রেল লাইনে পড়ে থাকা ফাঁকা বাইকের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। ইঞ্জিনের তলায় ঢুকে যাওয়ায় আগুন লেগে যায় বাইকে। 

    শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের দেউলটি স্টেশনের কাছে কোলাঘাট ব্রিজের কাছে। তবে কীভাবে রেল লাইনের উপরে বাইকটি এল, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    রেল সূত্রে জানা গিয়েছে আপ মেন লাইন ধরে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। প্রাথমিক তদন্তে অনুমান সেই সময় কোলাঘাট ব্রীজের কাছে, একটি অবৈধ ক্রসিং দিয়ে লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন কেউ। মনে করা হচ্ছে পারাপারের সময় বাইকের চাকা আটকে যায় লাইনে। তখনই সেই লাইনে ট্রেন এসে পড়ায়, বাইক ফেলে পালায় চালক।

    বাইক আরোহী পালালেও রেল লাইনেই পড়ে ছিল বাইকটি। দ্রুত গতিতে এসে বাইকটিকে ধাক্কা মারে দুরন্ত এক্সপ্রেস। ধাক্কা লাগের পরেই আগুন লেগে যায় বাইকে। এর জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়। রেল সূত্রের খবর, দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়াররা। ট্রেনটি পরীক্ষা করে দেখেন তাঁরা। ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে জানান কোনও ক্ষতি হয়নি ওই ইঞ্জিনটির। দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন দিয়েই ট্রেনটি ফের চালানো হয়। রেল সূত্রের খবর, এই সময় আপ লাইনের অন্যান্য ট্রেনগুলিকে মিডিল লাইন দিয়ে পাস করানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)