• কুণালের মানহানির মামলায় বিপাকে অভয়ার বাবা! জবাব তলব ব্যাঙ্কশাল আদালতের
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
  • গোবিন্দ রায়: ফের বিপাকে অভয়ার বাবা। তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলায় তাঁর কাছে জবাব তলব করেছে ব্যাঙ্কশাল আদালত। আগামী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সশরীরে হাজির হতে হবে। অথবা আইনজীবী মারফত লিখিত জবাব পাঠাতে হবে অভয়ার বাবাকে। এই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের ১৫ নম্বর বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।

    সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মুপখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন আর জি করের নির্যাতিতার বাবা। তাঁর অভিযোগ, সিবিআইকে রাজ্য সরকার ঘুষ দিয়েছে, আর সিজিও কমপ্লেক্সে গিয়ে ‘সেটল’ করেছেন কুণাল ঘোষ। সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে এমন অপপ্রচার ও কুৎসার অভিযোগে আগেই আর জি করের নির্যাতিতা অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন কুণাল ঘোষ। এবার সেই মামলার প্রেক্ষিতে অভয়ার বাবার কাছে জবাব তলব করল ব্যাঙ্কশাল আদালত।

    এর আগে, অভয়ার বাবাকে আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। চারদিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে এহেন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলেও জানানো হয়েছিল। অন্যথায়, আইনি পদক্ষেপ করার কথা জানান কুণালের আইনজীবী। সেই সময়সীমা শেষ হলেও ক্ষমা চাননি অভয়ার বাবা। ফলে এনিয়ে গত বুধবার মামলা দায়ের করেন কুণাল ঘোষ। যদিও আগেই অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়ে কুণাল জানান, “আমার পূর্ণ সহানুভূতি রয়েছে। একটা জঘন্য ঘটনা ঘটেছে। অপরাধী শাস্তি পেয়েছে। আমরা সবাই ন্যায় চেয়েছি এবং পেয়েছি। কিন্তু উনি যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন, তার প্রমাণ দিতে হবে।” সেই মামলাতেই এবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরার নির্দেশ পেলেন অভয়ার বাবা। 
  • Link to this news (প্রতিদিন)