• মাথায় গুলি করে পালাল দুষ্কৃতীরা, আসানসোলে মৃত্যু পুরকর্মীর
    এই সময় | ৩০ আগস্ট ২০২৫
  • আসানসোল পুরসভার অস্থায়ী কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে কুলটি থানা এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় পুরকর্মী জাভেদ বারিককে (৪৫) হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।

    জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ার বাসিন্দা জাভেদ বারিক। রাত ১০টা নাগাদ পায়ে হেঁটে জিটি রোড ধরে বাড়ি ফিরছিলেন তিনি। স্থানীয়দের দাবি, সেই সময়েই মোটরবাইক করে মুখে গামছা বাঁধা অবস্থায় দু’জন এসে গুলি চালায় তাঁকে। গুলি মাথায় লাগে তাঁর।

    জাভেদকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, সেভেন এমএম পিস্তল ব্যবহার করা হয়েছে। মাথায় গুলি লাগার সঙ্গে সঙ্গেই তিনি মারা যান। জাভেদের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ। প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। এসিপি শেখ জাভেদ বলেন, 'ঘটনার তদন্ত করা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে।' ঘটনাস্থলে ও এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের জন্য পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবে পুলিশ।

  • Link to this news (এই সময়)