• বদল বালি পুরসভার মুখ্য প্রশাসক, দায়িত্বে এ বার শিশুরোগ বিশেষজ্ঞ
    এই সময় | ৩০ আগস্ট ২০২৫
  • রাজ্যের অনেক পুরসভার মতোই দীর্ঘ দিন নির্বাচন হয়নি হাওড়ার বালিতেও। আট বছরের বেশি সময় ধরে বালি পুরসভাও চলছে প্রশাসক বসিয়ে। এ বার এই পুরসভার মুখ্য প্রশাসক বদল করা হলো। এই পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে রানা চট্টোপাধ্যায়কে। তিনি বালির বিধায়ক । রানা চট্টোপাধ্যায় এক জন শিশুরোগ বিশেষজ্ঞও। শুক্রবারই একটি বিজ্ঞপ্তি জারি করে তাঁকে বালি পুরসভার মুখ্য প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে।

    পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যতদিন না নতুন বোর্ড গঠন করা হচ্ছে বা অন্য কোনও নির্দেশ আসছে ততদিন এই দায়িত্ব পালন করবেন বালির বিধায়ক।

    হাওড়া পুরসভার মতো বালি পুরসভার নির্বাচন হয়নি দীর্ঘ দিন। প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে। এত দিন এই পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্বে ছিলেন এলাকার মহকুমা শাসক।

    অভিযোগ, বালি পুরসভার নির্বাচন না হওয়ার কারণে এলাকার বাসিন্দারা উপযুক্ত পরিষেবা পাচ্ছেন না। বেহাল নিকাশি, খারাপ রাস্তাঘাট, আবর্জনা পরিষ্কার না হওয়ার মতো বিস্তর অভিযোগ বাসিন্দাদের। কিছু জায়গায় পরিষেবা না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে নতুন দায়িত্ব দেওয়া হলো বালির বিধায়ককে।

    সামনেই বিধানসভা নির্বাচন। তারা আগে বালি পুরসভা এলাকায় সঠিক পরিষেবা দিয়ে মানুষের মন জয় করা তাই কার্যত চ্যালেঞ্জ রানা চট্টোপাধ্যায়ের কাছে। এলাকার বিধায়ক জানিয়েছেন, নতুন এই দায়িত্ব পাওয়ার পরে, আজ, শনিবারই বালি পুরসভায় যাবেন তিনি। কাজ শুরু করে দেবেন নতুন উদ্যমে।

    বালির বিধায়ক বরাবরই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট হিসেবেই পরিচিত। নতুন এই দায়িত্ব সঠিক ভাবে পালন করার কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)