• মিটল মতবিরোধ, আইএমএফের গুরুত্বপূর্ণ পদে উর্জিত প্যাটেলকে পাঠাল কেন্দ্র
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নয়াদিল্লি: একসময় মোদি সরকারের সঙ্গে বিরোধে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন উর্জিত প্যাটেল। সাত বছর পরে সেই উর্জিতকেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) এগজিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ করল কেন্দ্র। আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে প্যাটেলের এই নিয়োগ কার্যকর হয়েছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ নীতি আলোচনায় ভারতের পক্ষে মতপ্রকাশ করাই হবে উর্জিত প্যাটেলের মূল দায়িত্ব।

    ২০১৬ সালে  রিজার্ভ ব্যাঙ্কের ২৪তম গর্ভনর হিসেবে নিযুক্ত হন প্যাটেল। কিন্তু ২০১৮ সালে কাজের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেন তিনি।জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত। যদিও বিশেষজ্ঞদের দাবি ছিল, মোদি সরকারের সঙ্গে বেশ কিছু বিষয়ে মতবিরোধ ছিল তাঁর। রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর হওয়ার আগে আইএমএফে কাজ করেছেন প্যাটেল। এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রকেও কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত ছিলেন। আইএমএফের ডিরেক্টর পদ থেকে কয়েকমাস আগে ডঃ কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যনকে অপসারণ করা হয়। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন প্যাটেল।
  • Link to this news (বর্তমান)