নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী মাসের শেষে পরপর বঙ্গ সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধুই দুর্গাপুজো নয়। কালীপুজো এবং দীপাবলিতেও বাংলায় যেতে পারেন মোদি-শাহ। বিজেপির শীর্ষ সূত্রে এমনই জানানো হয়েছে। এখনও পর্যন্ত দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে বিজেপি সূত্রের দাবি, ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যে যেতে পারেন মোদি এবং শাহ। তবে একসঙ্গে নয়। আলাদাভাবেই দু’জন ভিভিআইপির সফরসূচি তৈরি হবে। রাজ্যে গিয়ে একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন মোদি এবং শাহ। একইভাবে পরের মাসে রাজ্যে গিয়ে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নিতে পারেন তাঁরা। রাজনৈতিক মহলের দাবি, আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এভাবে ঘনঘন বাংলায় সফরসূচি তৈরি করতে চাইছেন তাঁরা।