• বিহারের ভোটার তালিকায় মায়ানমার, আফগানিস্তান সহ ৪ দেশের নাগরিক! নথিতে অসঙ্গতি থাকায় ৩ লক্ষকে নোটিস কমিশনের
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নয়াদিল্লি: শুধু বাংলাদেশ বা নেপাল নয়, সুদূর মায়ানমার, এমনকী আফগানিস্তানের নাগরিকদেরও নাম রয়েছে বিহারের খসড়া ভোটার তালিকায়। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে (এসআইআর) সামনে এসেছে এই তথ্য। শুক্রবার নির্বাচন কমিশন সূত্রে এই খবর সামনে আসতেই তৈরি হয়েছে চাঞ্চল্য। জানা যাচ্ছে, এসআইআরে জমা দেওয়া নথিতে অসঙ্গতির কারণে প্রায় ৩ লক্ষ ভোটারকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে।

     নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ‘বাড়ি বাড়ি গিয়ে করা এসআইআর সমীক্ষায় ভোটার তালিকায় বেশ কিছু বাংলাদেশ, নেপাল, মায়ানমার ও আফগানিস্তানের নাগরিকের সন্ধান পেয়েছেন বিএলআরওরা। আধার কার্ড, রেশন কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট সহ যাবতীয় নথি তাঁদের রয়েছে।’ সমীক্ষার পর সন্দেহভাজনদের নোটিস পাঠিয়েছে কমিশন। আগামী ৭ দিনের মধ্যে ওই ভোটারদের হাজিরা দিতে বলা হয়েছে। 

    ২৪ ঘণ্টা আগেই কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম বাতিল বা যোগ করার ১ লক্ষ ৯৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ইতিমধ্যেই ২৪ হাজার ৯৯১টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। যদিও এর মধ্যে কতগুলি নাম অন্তর্ভুক্তির, কতগুলি বাতিলের, তা বিশদে জানায়নি কমিশন।

    জানা যাচ্ছে, কমিশনের কাছে খসড়া তালিকা সংক্রান্ত ৭৯টি অভিযোগ দায়ের করেছে সিপিআইএমএল। প্রধান বিরোধী দল আরজেডি অভিযোগ জানিয়েছে ৩টি। হাতে আর মাত্র তিন দিন সময়। বিজেপি, কংগ্রেস সহ অন্য কোনও রাজনৈতিক দল এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি।
  • Link to this news (বর্তমান)