প্রদেশ কংগ্রেসের দপ্তরে ঢুকে তাণ্ডব, রাহুলের ছবিতে কালি!
বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সকালে ধুন্ধুমার কাণ্ড প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে। ভাঙচুর, পতাকা-পোস্টারে অগ্নিসংযোগ এবং রাহুল গান্ধীর ছবিতে কালিলেপার অভিযোগ উঠেছে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে। এমনকী ভিডিয়োতে দেখা গিয়েছে, বিজেপির পতাকা হাতে বিধান ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছেন রাকেশ সিং ও তাঁর দলবদল। ঘটনার পরে রাকেশের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামে কংগ্রেস। তীব্র নিন্দা করেছেন বিভিন্ন দলের নেতারাও।
রাহুল গান্ধীর বিহারের কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর পরিবারের উদ্দেশে কটূক্তির অভিযোগ উঠেছে। তারই আঁচ কলকাতায়! রাহুলের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে বিধান ভবনে চড়াও হন রাকেশ এবং তাঁর দলের ক্যাডাররা। বিজেপির পতাকা হাতে তাঁরা মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীর ছবিও ছেঁড়েন। ভিডিয়োতে দেখা গিয়েছে, হোর্ডিং, ব্যানার এবং কংগ্রেসের পতাকাকে ছিঁড়ে আগুন ধরানো হয়েছে। রাকেশ ও তার দলবদল গোটা ঘটনার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দিয়েছে। (যদিও এর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)।
তাণ্ডবের কথা স্বীকারসহ রাকেশ আরও গলা চড়িয়ে বলেছেন, ‘রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় কংগ্রেস দপ্তরে গিয়েছি। আবার যাব। মোদির পরিবারকে রাহুল আক্রমণ করবেন আর আমি চুপ করে বসে থাকব, এটা হবে না।’
প্রতিবাদে সরব প্রদেশ কংগ্রেস। রাকেশের নামে থানায় অভিযোগ জানিয়েছে তারা। রাকেশকে গ্রেপ্তারের দাবিতে পথে নামেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কলকাতা এবং বিভিন্ন জেলায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। দাহ করা হয় কুশপুতুল। শুভঙ্কর বলেন, ‘রাকেশের নামে একাধিক অভিযোগ আছে। বিজেপির রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার কাছে জানতে চাই, রাকেশকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কেন?’
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রশ্ন, ‘বিজেপির গুন্ডা বাহিনী এই সাহস পেল কোত্থেকে?’ এই হামলার তীব্র ধিক্কার জানিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।