প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ বরবরার জন্মশতবর্ষে অসমে স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
গুয়াহাটি: মহাসমারোহে উদযাপিত হল অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ বরবরার জন্মশতবর্ষ। শুক্রবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের এই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল সহ বিশিষ্টরা। প্রত্যেকেই অসমের প্রথম অ-কংগ্রেসি মুখ্যমন্ত্রী গোলাপ বরবরার কর্মজীবন ও আদর্শের কথা তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘তিনি ছিলেন প্রকৃত জাতীয়তাবাদী। তাঁর সরকার শিক্ষা, স্বাস্থ্য ও গরিবের কল্যাণে কাজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গোলাপ বরবরার স্বপ্নই এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।’ হিমন্ত বলেন, ‘গোলাপ বরবরার প্রথম সিদ্ধান্তই ছিল দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালু করা। তিনি স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেন। দুর্নীতি ও অবৈধ অনুপ্রবেশমুক্ত এক অসম গড়াই ছিল তাঁর লক্ষ্য।’ -পিটিআই