প্রণামীর টাকা ঈশ্বরের সম্পত্তি, ব্যবহার করতে পারে না সরকার, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের
বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
চেন্নাই: প্রণামী বাক্সের টাকা হোক বা মন্দিরে দান করা সম্পত্তি, কোনও কিছুতেই সরকার বা জনগণের অধিকার নেই। সরকার কোনও কাজে সেই অর্থ ব্যবহার করতে পারে না। কারণ এসবের প্রকৃত মালিক স্বয়ং ঈশ্বর। এই অর্থ ধর্মীয় কাজে ব্যবহার করতে হবে। মন্দিরের তহবিল দিয়ে বিয়ের হল তৈরির সরকারি অনুমতি বাতিল করে সম্প্রতি এমনই জানাল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ।
মন্দিরের টাকা ব্যবহার করে বিয়ের হল তৈরির সিদ্ধান্ত নিয়েছিল তামিলনাড়ু সরকার। সেই সূত্রে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। পরে এই সংক্রান্ত মামলাটি হাইকোর্টে পৌঁছয়। শুনানি শেষে সরকারি নির্দেশিকা বাতিল করে দিয়েছে আদালত। এনিয়ে বিচারপতি এস এম সুব্রহ্মণ্যম ও বিচারপতি জি অরুল মুরুগানের বেঞ্চ জানিয়েছে, মন্দিরে দেওয়া টাকা বা সম্পত্তির মালিক ঈশ্বর। এক্ষেত্রে হিন্দু ধর্মীয় ও দাতব্য অনুদান আইন মেনে নির্দিষ্ট কাজে ব্যবহার করতে হবে সেই অর্থ। তা মূলত ধর্মীয় কাজেই লাগাতে হবে।
আদালত জানিয়েছে, মন্দির তহবিলের অর্থ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কাজে ব্যবহার করা উচিত। এর আগে তামিলনাড়ু সরকারের তরফে ঘোষণা করেছিল, রাজ্যের ২৭টি মন্দিরের তহবিল থেকে ৮০ কোটি টাকা নিয়ে বিয়ের হল তৈরি করা হবে। এবার আদালতের নির্দেশে কার্যত বিপাকে পড়েছে তামিলনাড়ুর সরকার।