• হিমন্তকে টিকিট দিতে নিষেধ করেছিলাম সোনিয়াকে, মন্তব্য জমিয়ত নেতার
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নয়াদিল্লি: অসমে সরকারি জমি থেকে উচ্ছেদ বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে আক্রমণ করলেন জমিয়ত উলেমা-ই-হিন্দের প্রধান আর্শাদ মাদানি। অসম সরকারের বিরুদ্ধে অভিযোগ, ‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেছে বেছে বাঙালি মুসলিমদের উচ্ছেদ করা হচ্ছে। মাদানির দাবি, হিমন্ত যখন কংগ্রেসে ছিলেন, তখন তাঁকে যাতে ভোটের টিকিট না দেওয়া হয়, তার জন্য সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন। মাদানির দাবি, হিমন্ত যে আরএসএসের মনোভাব নিয়ে চলেন, তা নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে আগেই সতর্ক করে দিয়েছিলেন তিনি।আর এখন ক্ষমতায় এসে গোটা অসমে আগুন লাগাচ্ছেন হিমন্ত। যদিও জমিয়ত নেতার মন্তব্যের পাল্টা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রীও। তিনি বলেছেন, ‘আজ মাদানি আমাকে হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে রাহুল গান্ধীও হুমকি দিয়েছিলেন। কিন্তু আমি বলতে চাই, আমাকে যত হুমকি দেবেন, ততই অসমের মানুষ উঠে দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হবে।’ ২০০১ সালে জালুকবারি থেকে প্রথমবার কংগ্রেসের টিকিটে বিধায়ক হন হিমন্ত। ২০০৬ ও ২০১১ সালেও কংগ্রেসের হয়ে নির্বাচনে জিতেছিলেন তিনি। তরুণ গগৈ মুখ্যমন্ত্রী থাকাকালীন অসমের অর্থ, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির মতো বিভিন্ন গুরুত্ব দপ্তরের মন্ত্রীও ছিলেন। কিন্তু ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন তিনি। 
  • Link to this news (বর্তমান)