ভোট অধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল
বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ সেপ্টেম্বর পাটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল প্রতিনিধিরা। সূত্রের খবর, ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে কোনও বিরোধ নেই, সেটা বোঝাতে প্রতিনিধি পাঠাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে নেত্রীর সঙ্গে কথা হয়েছে লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তারপরই শুক্রবার দলের তরফে জানানো হয়, ওই কর্মসূচিতে যোগ দিতে পাটনায় যাবেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের রাজনীতিতে অতি পরিচিত মুখ তথা তৃণমূল নেতা ললিতেশপতি ত্রিপাঠী।