• টোটো: ফের ধরপাকড় শুরু করবে জলপাইগুড়ি পুরসভা
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: টোটো নিয়ে ফের ধরপাকড় শুরুর সিদ্ধান্ত জলপাইগুড়ি পুরসভার। শুক্রবার জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী সহ পুলিস ও পরিবহণ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক হয়। পুরসভায় ওই বৈঠকে ছিলেন পুর প্রতিনিধিরাও। 

    বৈঠক শেষে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, বেআইনিভাবে চলা টোটো নিয়ে আমরা ফের অভিযানে নামছি। হলদিবাড়ি, ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি শহরে টোটো আসতে পারবে না। হাইওয়ে দিয়ে চলতে পারবে না টোটো। পুলিস প্রশাসন এটা দেখবে। আমরা বৈধ টোটো চিহ্নিত করতে কালার কোড, কিউ আর কোডের ব্যবস্থা করছি। আগামী ৮ সেপ্টেম্বর এনিয়ে আরও একটি বৈঠক হবে। 

    এদিনের বৈঠকে কদমতলা, দিনবাজার সহ শহরের বেশ কয়েকটি জায়গায় নো-পার্কিং জোন চিহ্নিত হয়েছে। সেখানে টোটোচালকরা যাত্রী নামাতে পারবেন। কিন্তু সেখান থেকে যাত্রী তুলতে পারবেন না। ১৮ বছরের কম বয়সি কাউকে টোটো চালাতে দেওয়া হবে না। নেশাগ্রস্ত অবস্থায় কেউ টোটো চালাতে পারবেন না। যাঁর নামে টোটো, তাঁকেই চালাতে হবে। এনিয়ে পুলিস প্রশাসনের পাশাপাশি নজরদারি চালাতে পুরসভারও টিম থাকবে রাস্তায়। 

    টোটোর পাশাপাশি শহরের ফুটপাত দখলমুক্ত করতেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান। বলেন, হকারদের জন্য আমাদের অ্যাপ রয়েছে। সেখানে নাম নথিভুক্ত না থাকলে সংশ্লিষ্ট হকার শহরে ব্যবসা করতে পারবেন না। তাছাড়া শহরের রাস্তা, ফুটপাত দখল করে যাঁরা ডালা নিয়ে ব্যবসা করতে বসে যাচ্ছেন, তাঁদের উঠে যেতে হবে। এনিয়ে আমরা মাইকিং করব। এরপর পুলিস প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান হবে। 

    যদিও পুরসভার এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জলপাইগুড়ি শহরবাসী। তাঁদের বক্তব্য, এর আগে একাধিকবার পুরসভা টোটো নিয়ে ধরপাকড় শুরুর কথা জানিয়েছে। কিছুই হয়নি। ফুটপাত দখলমুক্ত করার অভিযানের ডাক দিয়েও তা থমকে গিয়েছে। এখন পুজোর মুখে রাস্তা কিংবা ফুটপাতে বসা হকারদের সরাতে গেলে ফের ঝামেলা বাঁধবে।  
  • Link to this news (বর্তমান)