মুরগি শিকার করে পালাতে গিয়েই বিপত্তি, কুয়োয় পড়ে কাবু চিতাবাঘ
বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
সংবাদদাতা, নাগরাকাটা: চুপিসারে গৃহস্থ বাড়িতে ঢুকে মুরগি শিকার করে পালাতে যাওয়াই কাল হল চিতাবাঘের। রাতের অন্ধকারে বুঝতে পারেনি সেখানে কুয়া রয়েছে। মুখে মুরগি সহ কুয়োর মধ্যে পড়ে যায় চিতাবাঘ। তারপরেই চিৎকার জুড়ে দেয়। ঘুম ভেঙে যায় মেটেলির ইনডং চা বাগানের অশোক লাইনের শ্রমিক শুকনাথ গোয়ালার।
ভয়ে ভয়ে পাতকুয়োর সামনে গিয়ে শুকনাথ দেখেন জলে একটি চিতাবাঘ হাবুডুবু খাচ্ছে। শুক্রবার সকাল হতেই খবর চাউর হয়ে যায় শুকনাথের বাড়ির কুয়োয় চিতাবাঘ পড়েছে। কৌতূহলী মানুষ ভিড় করে কুয়োর সামনে। চিতাবাঘ কিছু করতে পারবে না নিশ্চিত হতেই লোকজন মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তোলেন। কেউ আবার রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।
শুকনাথ বলেন, ভোর ৪টে নাগাদ চিতাবাঘের গর্জনে ঘুম ভেঙে যায়। সাহস করে ঘর থেকে বেরিয়ে আসি। কিন্তু চিতাবাঘটিকে খুঁজে পাই না। পরে কুয়োর সামনে গিয়ে দেখি কুয়োর ভিতর পড়েছে বাঘটি। উঠতে না পেরে চিৎকার করছে। সকাল হলে বাগান কর্তৃপক্ষকে জানাই। পরে খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে জানানো হয়। বনকর্মীরা ঘটনাস্থলে আসেন।
খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার সজলকুমার দে বলেন, কুয়োটি অনেক গভীর। চিতাবাঘটিকে তোলার জন্য প্রথমে কাঠের পাটাতন বানিয়ে কুয়োর মধ্যে ফেলা হয়। তারপর ঘুমপাড়ানি গুলি করে স্ত্রী চিতাবাঘটিকে কাবু করি আমরা। এরপর নেটের সাহায্যে উপরে তুলে নিয়ে আসি। গোরুমারার জঙ্গলে চিতাবাঘটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পরে ছেড়ে দেওয়া হবে। নিজস্ব চিত্র