• আজ কলকাতায় শিলিগুড়ির নেতাদের সঙ্গে বৈঠক অভিষেকের, মিটিংয়ে দিকে তাকিয়ে স্থানীয় নেতৃত্ব
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিদ্রোহী মেয়র পারিষদ দিলীপ বর্মনকে নিয়ে বিড়ম্বনায় তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে কিছু পঞ্চায়েতে ‘গদি’ দখল নিয়ে দলীয় বিরোধ চরমে। এই অবস্থায় আজ, শনিবার দলের দার্জিলিং জেলা কোর কমিটির (সমতল) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই সেই মিটিংয়ের দিকে তাকিয়ে দলের শিলিগুড়ির নেতা-কর্মীরা। এদিকে, দলীয় সূত্রের খবর, এবার দলের কাঠামোর কিছু পরিবর্তন করা হতে পারে। শহরের ৪৭টি ওয়ার্ড নিয়ে তিনটি টাউন কমিটি। সেগুলি ভেঙে ছ’টি করা হতে পারে। সেই সিদ্ধান্ত মিটিংয়ের পর ঘোষণা হতে পারে বলে খবর। 

    শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে কুকথা বলার পর বিদ্রোহী মেয়র পারিষদ দিলীপকে শোকজ করে রাজ্য তৃণমূল। দিলীপ শোকজের জবাব দিলেও মেয়র পারিষদের বৈঠক, বোর্ড মিটিং ও পরিষদীয় কমিটির বৈঠক বয়কট করছেন। যারফলে দিলীপের অধীনে থাকা পুরসভার আবাসন, ট্রেড লাইসেন্স ও ক্রীড়া বিভাগের কাজকর্ম ব্যহত হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের একাংশের বক্তব্য, দলের বিড়ম্বনা বাড়ালেও দিলীপের বিরুদ্ধে নেতারা কিছুই করতে পারছেন না। যদিও দিলীপের দাবি, তিনি দলীয় নিয়ম মেনেই চলছেন। 

    এদিকে, দলের কোর কমিটির নির্দেশ অমান্য করে মাটিগাড়া-২ পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ করেছেন বিক্ষুব্ধরা। ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি ব্লকেও কিছু পঞ্চায়েতে ক্ষমতা দখল নিয়ে বিরোধ চরমে। ইতিমধ্যে বিষয়গুলি নিয়ে রাজ্য তৃণমূলের কাছে রিপোর্ট হয়েছে। এই অবস্থায় এদিন  দলের দার্জিলিং জেলা চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল, মেয়র গৌতম দেব, সহ কোর কমিটির ন’জন নেতা-নেত্রী, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। সেখানে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও থাকবেন। সমগ্র বিষয় নিয়ে দলের একাংশ বলেন, এখন মহকুমায় পুরসভা ও গ্রাম পঞ্চায়েত স্তরে বেশ কিছু ইস্যু রয়েছে। এই অবস্থায় দল কী বার্তা দেয়, সেটাই দেখার।
  • Link to this news (বর্তমান)