• শ্রমিক অসন্তোষ, বন্ধ হয়ে গেল বামনডাঙা চা বাগান
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: বকেয়া পাক্ষিক মজুরির দাবিতে বাগান ম্যানেজারকে গাড়ি থেকে নামিয়ে ৬ কিমি হাঁটানোই কাল হল চা শ্রমিকদের। বাগানে শ্রমিক অসন্তোষ এবং ম্যানেজার, কর্মীদের নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে বাগান কর্তৃপক্ষ শুক্রবার নাগরাকাটার বামনডাঙা চা বাগানে সাসপেনসন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয়। ফলে চা বাগান বন্ধ হয়ে গেল। কর্মহীন হয়ে পড়লেন ১ হাজার ১৫৭ জন চা শ্রমিক। 

    বামনডাঙা চা বাগানে গত ২২ অগাস্ট চা শ্রমিকদের পাক্ষিক মজুরি দেওয়ার কথা ছিল। কিন্তু মজুরি দেয়নি বাগান কর্তৃপক্ষ। শ্রমিকরা একজোট হয়ে বৃহস্পতিবার প্রতিবাদে নামেন। বাগানের ম্যানেজার মৃত্যুঞ্জয় চৌধুরীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান শ্রমিকরা। পরে ম্যানেজারকে গাড়ি থেকে নামিয়ে প্রায় ৬ কিমি হাঁটিয়ে অফিসে আনা হয়। এরপর থেকেই ম্যানেজার ও অন্য কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা না পেয়ে বাগান বন্ধ করে দেওয়া হয়েছে বলে বাগান মালিক ঋত্তিক ভট্টাচার্য জানিয়েছেন।

    বাগান ম্যানেজারও বলেন, বাগানের অবস্থা ভাল নয়। ইডি এসেছিল। তাও আমরা বেতন নিয়মিত দিচ্ছিলাম। বকেয়া একটা পাক্ষিকও দিতাম। কিন্তু এভাবে আমাকে হেনস্তা করায় বাকি কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    দিনের পর দিন আশ্বাসের পরেও বেতন না মেলায় শ্রমিকদের ক্ষোভ থাকবেই বলে শ্রমিক ভগবান দাস সাঁওতাল জানান। একই মত বামনডাঙার শ্রমিক সিমলা মাঝির। তাঁর অভিযোগ, একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছিলেন ম্যানেজার। কিন্তু মজুরিটুকু ছাড়া আমরা অন্য কোনও সুবিধাই পাই না। ম্যানেজারকে শুধু হাঁটানো হয়েছিল। তাঁকে হেনস্তা করা হয়নি। জলপাইগুড়ি জেলা উপশ্রম আধিকারিক শুভাগত গুপ্ত জানান, ১ সেপ্টেম্বর বামনডাঙা চা বাগান খোলা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)