ভোর চারটে থেকে বাজার বসে। শেষ হতে দুপুর গড়িয়ে যায়। মাথার উপর খোলা আকাশ। একটা শেড বানিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন বিক্রেতারা। সমাধান শিবিরে সেই দাবি ফের ওঠে। প্রকল্প জমা দেন গ্রামবাসীরা। পঞ্চায়েত তাতে সিলমোহর দেয়।
নবদ্বীপ ব্লকের মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের অন্তর্গত মুকুন্দপুর বারোয়ারি সবজি বাজার পরিচালনা করে ‘মুকুন্দপুর বারোয়ারি সব্জি বাজার উন্নয়ন সমিতি’। ৩৫ বছর আগে স্থানীয় ২৩ বাসিন্দা এই বাজারের জমি দান করেছিলেন। সেই থেকে প্রায় দেড় বিঘা জায়গায় বসে বাজার। ১৭ জন পাইকার আড়ত ভাড়া করে ব্যবসা করেছেন। রয়েছে মাছের আড়তও। আড়ৎদাররা দৈনিক ৫০ টাকা ভাড়া দেন। এই বাজারে আড়ৎদারকে ৭ শতাংশ কমিশন দিতে হয় চাষিদের। দূরদূরান্ত থেকে কেউ সাইকেল, কেউ মোটর সাইকেলে, কেউ বা ভ্যান রিকশয়, কেউ যন্ত্রচালিত মোটর ভ্যানে করে প্রতিদিন ফসল নিয়ে আসেন। নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া-চরব্রহ্মনগর পঞ্চায়েত, মাজদিয়া-পানশিলা পঞ্চায়েত, পার্শ্ববর্তী কোতোয়ালি থানার রুইপুকুর, দেপাড়া পঞ্চায়েত সহ আশপাশের চাষিরা ভোরের আলো ফুটতে না ফুটতেই বাজারে চলে আসেন। এই বাজারের সবজি নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের খুচরো বাজারে পৌঁছে যায়। এই বাজারের উপর নির্ভরশীল তিন হাজারের বেশি কৃষক। চাষিদের দীর্ঘদিনের দাবি, বাজার কমিটি শেডের ব্যবস্থা করুক। বাজার উন্নয়ন সমিতির সম্পাদক তারক গোস্বামী জানান, এখানে ১৭টি পাইকারি সব্জি আড়ত ও ৬টি মাছের আড়ত রয়েছে। এই বাজারটি প্রতি বছর ইজারা দেওয়া হয়। চাষিদের দেওয়া শতকরা ৭ টাকা কমিশন ছাড়া বাজার কমিটির অন্য কোনও রোজগার নেই। বাজার থেকে বছরের যে ইজারার টাকা ওঠে সেই টাকাতেই দুজন কর্মীকে বেতন দিতে হয়। এছাড়া মাঝেমধ্যে প্রয়োজনে দোকানগুলো সমিতির খরচে মেরামত করে দেওয়া হয়। তাই শেড তৈরির আর্থিক সঙ্গতি নেই সমিতির। যেহেতু বাজারটি ব্যক্তি মালিকানাধীন, তাই সরকারের কাছে এতদিন কোনও আবেদন করা হয়নি। এখন যদি সরকারি অনুদান পাওয়া যায়, তবে হয়তো শেড করা সম্ভব হবে। এর আগে বিডিওকে মৌখিক ভাবে জানানো হয়েছিল। বাজারের আর একটি সমস্যা হল, নিকাশি ব্যবস্থা নেই। অল্প বৃষ্টিতেই জল জমে যায়। মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো দপ্তরের সঞ্চালক মিঠুন ঘোষ বলেন, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ২০৮ ও ২০৯ বুথ থেকে মুকুন্দপুরের সবজি বাজারে শেডের দাবি উঠেছে। পঞ্চায়েতের পক্ষ থেকে আমরাও চাইছি, প্রকল্পটি বাস্তবায়িত করতে।