পুলিস জানিয়েছে, মাসখানেক আগে বিধান বর্মনের টোটোয় চেপে শান্তিপুর স্টেশন থেকে হরিপুর মেইলের মাঠ এলাকায় আসেন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে একজন ছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্যা শিখা ব্রহ্মর স্বামী অভিজিৎ। অভিযোগ, ভাড়া নিয়ে বচসা হওয়ায় তিনি ওই টোটো চালককে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। শুক্রবার সকালে বিধানবাবু ওই এলাকায় অন্য এক যাত্রীকে নামাতে গেলে অভিজিৎ তাঁকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
ওই বিজেপি নেতা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমার সঙ্গে মাসখানেক আগে যার বচসা হয়েছিল, সে এই টোটো চালকই কিনা, জানতাম না। টোটোটা বিপজ্জনকভাবে আমার সামনে দিয়ে যায়। একটু হলেই আমার গায়ে ধাক্কা লাগত। আমি তারই প্রতিবাদ করেছি। মারধরের অভিযোগ মিথ্যে। বিজেপি করি বলে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।
টোটো চালক বিধান বর্মন বলেন, আচমকা আমাকে আক্রমণ করে মারধর করা হয়েছে। তাই আমি পুলিসের দ্বারস্থ হয়েছি। শান্তিপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।