সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার মানবাজার-১ ব্লকের বারমেশ্যা রামনগর অঞ্চলের পাথরকাটার তাঁতিঘুটু গ্রামে ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই গ্রামের কয়েকজনের পেটে ব্যথা, বমির উপসর্গ দেখা দেয়। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁদের মধ্যে মানবাজার গ্রামীণ হাসপাতালে লম্বস হেমব্রমের(৭৭) মৃত্যু হয়। ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়ায়। যদিও হাসপাতাল সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার ওই গ্রামে যান মানবাজার-১ বিডিও দেবাশিস ধর ও পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি। বিডিও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।
বিডিও বলেন, গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। আমি সরেজমিনে গিয়ে পরিস্থিতি দেখলাম। গ্রামবাসীরা যে পানীয় জল ব্যবহার করে, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই গ্রামে ট্যাঙ্কার করে জল পাঠানো হবে। একটি পুকুরের জল গ্রামবাসীরা থালা, বাসন ধোয়ার কাজে ব্যবহার করেন। আপাতত তা নিষেধ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের মোট ছ’জন ডায়ারিয়া আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানবাজার গ্রামীণ হাসপাতালে চারজন এবং পুঞ্চা গ্রামীণ হাসপাতালে দু’জন চিকিৎসাধীন রয়েছেন। মানবাজার বিএমওএইচ মৃণাল সিং সর্দার বলেন, এক বৃদ্ধ ডায়ারিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আক্রান্তদের চিকিৎসা চলছে। তাঁরা সুস্থ রয়েছেন। আতঙ্কের কিছু নেই। • নিজস্ব চিত্র