সংবাদদাতা, নবদ্বীপ: আজ শনিবার ললিতা সপ্তমী অর্থাৎ শ্রীরাধিকার প্রিয় সখীর আবির্ভাব তিথি। আগামীকাল রবিবার রাধাষ্টমী শ্রীমতি রাধারানির শুভ আবির্ভাব তিথি। দু’দিনের এই উৎসব ঘিরে নবদ্বীপের শ্রীশ্রী রাধামদন গোপাল মন্দিরে মহা মহোৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই উৎসবকে কেন্দ্র করে কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ভক্ত মন্দিরে উপস্থিত হয়েছেন।
শনিবার নবদ্বীপের প্রাচীন মায়াপুর শ্রীশ্রী রাধা মদন গোপাল মন্দিরে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকালে ললিতা সপ্তমী অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১২টায় শ্রীশ্রী ললিতা দেবীকে পঞ্চামৃত দিয়ে অভিষেক পর্ব, এরপর মধ্যাহ্নে বৈষ্ণবগণ, গোস্বামী গণ এবং আচার্যগণের প্রসাদের আয়োজন রয়েছে। বিকালে ভাগবত পাঠ পরিবেশন করবেন প্রভুপাদ শ্রীকৃষ্ণ গোপাল গোস্বামী। সন্ধ্যা ৭টায় ভজন কীর্তনের মধ্যে দিয়ে শেষ হবে এদিনের অনুষ্ঠান।
আগামীকাল অর্থাৎ রবিবার রাধাষ্টমী উৎসব। এদিন প্রাণেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানির আবির্ভাব তিথি। সেই উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় শ্রীমতী রাধারানি ঠাকুরানিকে সওয়া মণ দুধ দিয়ে মহাঅভিষেক করানো হবে। এরপর জন্ম লীলাকীর্তন এবং সকাল ১০টায় মহাঅভিষেকে জন্ম লীলাকীর্তন অনুষ্ঠিত হবে। মধ্যাহ্নে রাধা ঠাকুরানিকে ৫৬ ভোগ নিবেদন করা হবে। ভোগ আরতির পর ব্রাহ্মণ সহ প্রাচীন মায়াপুরবাসীদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় ধবলিবেশে রাধারানির মিলন কীর্তন পরিবেশন করবেন কীর্তন শিল্পী রেণুকা পাল। ইতিমধ্যেই এই উৎসব ঘিরে ফুল মালায় সেজে উঠেছে রাধা মদন গোপাল মন্দির। রাধাষ্টমীর সকালে রাধারানি সহ সমস্ত বিগ্রহকে পরানো হবে নতুন পোশাক এবং স্বর্ণালঙ্কার। নানা রঙের বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ।
অদ্বৈত প্রভুর ত্রয়োদশ বংশধর শ্রী নিকুঞ্জ গোপাল গোস্বামীর সেবক প্রভুপাদ কৃষ্ণ গোপাল গোস্বামী বলেন, গৌর আনা প্রভু শ্রীঅদ্বৈত আচার্যের প্রাণবল্লভ রাধা মদন গোপাল। এই বংশের কৃষ্ণকান্তা শিরোমণি এই রাধাষ্টমী উৎসবকে প্রাধান্য দিয়ে গিয়েছেন। কেননা রাধারানি ছাড়া বৈষ্ণব সাধনার পথে আমরা এগতে পারব না। তিনিই হচ্ছেন মহাশক্তি। যে শক্তির সাধনাকে সম্বল করে আমরা গোবিন্দকে পাব। রাধারানি ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না।
গৃহবধূ তিয়াশা গোস্বামী বলেন, শ্রীমতি রাধারানি ঠাকুরন হচ্ছেন মহাশক্তি। তাঁকে ছাড়া গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। এদিন শ্রীরাধারানির জন্য ৫৬ ভোগের আয়োজন করা হবে। ভোগ আরতির পর সেই মহাপ্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। এই উৎসবকে কেন্দ্র করে শুধু নবদ্বীপ নয়, গোটা রাজ্য এমনকী রাজ্যের বাইরে থেকেও বহু ভক্ত উপস্থিত থাকেন রাধা মদন গোপাল মন্দিরে। শাস্ত্র মতে শ্রীমতী রাধারানির শ্রীচরণ একমাত্র এদিনই ভক্তরা দর্শন করতে পারবেন। সেই মতো মন্দিরে শ্রীমতী রাধারানির শ্রীচরণ আজ উন্মুক্ত থাকবে, অন্যান্য দিন শ্রীচরণ ঢাকা থাকে। নিজস্ব চিত্র