• মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপির
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুন্ডু কেটে নেওয়ার কথা বলায় কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ করল বিজেপি। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। কয়েকদিন আগে নদীয়া জেলা প্রশাসন পাট্টা বিলির আয়োজন করে। সেই সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র বলেছিলেন, ভারতের সীমান্ত রক্ষা করার যদি কেউ না থাকে, যদি অন্য দেশের মানুষ এসে আমাদের মা-বোনেদের উপর চোখ দেয়, আমাদের জমি কেড়ে নেয়, তার জন্য প্রথমেই অমিত শাহের মাথাটা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে দেওয়া উচিত। স্বরাষ্ট্র মন্ত্রক সীমান্তকে রক্ষা করতে পারে না। তাহলে দোষটা কার? এই অভিযোগের প্রসঙ্গে সাংসদ মহুয়া মৈত্র কোনও মন্তব্য করতে চাননি। কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, সাংসদ হিসেবে সরকারি অনুষ্ঠানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে খুন করার পরিকল্পনা করছেন।
  • Link to this news (বর্তমান)