নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শুক্রবার সিমলাপালে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির শিবিরে মন্ত্রী, সাংসদের সামনেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইন্ডোর পুনরায় চালুর দাবিতে সরব হলেন বাসিন্দারা। এদিন দুপুরে সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগরে শিবির আয়োজন করা হয়। লক্ষ্মীসাগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত শিবিরে বাসিন্দারা একজোট হয়ে ওই দাবি তোলেন। এদিনের শিবিরে রাজ্যের মন্ত্রী অরূপ রায়, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই বাসিন্দারা লক্ষ্মীসাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে বিস্তর অভিযোগও তোলেন। এদিন ঘটনাস্থল থেকেই বিষয়টি নিয়ে সাংসদ সিমলাপাল ব্লক ও বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের ফোন করেন। তাঁদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে সাংসদ অভিযোগ করেন। লক্ষ্মীসাগরের বাসিন্দা অপর্ণা দাস বলেন, ওই স্বাস্থ্যকেন্দ্রের উপর সিমলাপাল ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের (লক্ষ্মীসাগর, মাচাতোড়া ও পার্শ্বলা) ১৫০টি গ্রামের বাসিন্দারা নির্ভর করেন। আউটডোর সপ্তাহে মাত্র দু’দিন চালু থাকে। এক চিকিৎসককে সেখানে নিয়োগ করা হয়েছে। তিনি অনিয়মিতভাবে যাতায়াত করেন। করোনার আগে স্বাস্থ্যকেন্দ্রে ইন্ডোর চালু ছিল। সেখানে প্রসবও করানো হতো। তখন চিকিৎসক, নার্স সবই ছিল। কিন্তু, পরে ইন্ডোর বন্ধ করে দেওয়া হয়। এখন সামান্য অসুস্থ হলে এলাকার বাসিন্দাদের আট কিলোমিটার দূরের সিমলাপাল ব্লক স্বাস্থ্য কেন্দ্র অথবা ২০ কিলোমিটার দূরের খাতড়া মহকুমা হাসপাতালে যেতে হয়। এদিন মন্ত্রী, সাংসদের সামনে নিয়মিত আউটডোরে চিকিৎসক পরিষেবা সুনিশ্চিত করা ও বন্ধ থাকা ইন্ডোর পুনরায় চালুর দাবি বাসিন্দারা জানিয়েছেন। সাংসদ বলেন, আমি এদিন বিষয়টি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ফোন করি। ইন্ডোর বন্ধ থাকার বিষয়টি তিনি জানতেন না। অথচ ব্লক স্বাস্থ্য আধিকারিক বিষয়টি জানেন। জেলা ও ব্লকের মধ্যে এব্যাপারে সমন্বয়ের অভাব রয়েছে। অবিলম্বে সমস্যা সমাধান করার জন্য আধিকারিকদের বলা হয়েছে। ভারপ্রাপ্ত চিকিৎসক নিয়মিত আউটডোরে না গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জঙ্গলমহলের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা থেকে কোনওভাবেই বঞ্চিত করা যাবে না। বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন বলেন, ওই স্বাস্থ্য কেন্দ্রে দু’জন চিকিৎসক ও চারজন নার্স দেওয়া রয়েছে। কিন্তু, সেখানে ইন্ডোর বন্ধের বিষয়টি আমি
জানতাম না।
• বাঁকুড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায় ও সাংসদ অরূপ চক্রবর্তী।- নিজস্ব চিত্র