সংবাদদাতা, রঘুনাথপুর: শুক্রবার সাঁতুড়ি ব্লকের খেড়াৎ আদিবাসী শিখনাৎ গাঁওতার উদ্যোগে ভারতীয় হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন পালন করা হয়। বর্তমানে দিনটিকে ভারতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই ক্রীড়া দিবস উপলক্ষ্যে ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে এলাকার কচিকাঁচা ও মহিলাদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হয়। এদিন অনুষ্ঠান শুরুর আগে ধ্যানচাঁদের মূর্তিতে মাল্যদান করে ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সাঁতুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি মণ্ডল, সহ-সভাপতি রামপ্রসাদ চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য মনিকা মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি প্লহার হেমব্রম বলেন, এদিন ছেলেদের ১০০ ও ২০০ মিটার দৌড়, খো-খো, মেয়েদের ১০০ মিটার দৌড়, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা হয়। দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সমস্ত প্রতিযোগিতা শিক্ষক অমল মণ্ডল, সোমনাথ পরামানিক পরিচালনা করেন। সম্পাদক বরকারাম টুডু বলেন, ২০০৮-’০৯ সালে ক্লাবের প্রতিষ্ঠা হয়। তখন থেকে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান হয়। ধ্যানচাঁদ একজন আইকন। বর্তমান যুব সমাজের কাছে ধ্যানচাঁদের বিষয়টি তুলে ধরতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। • নিজস্ব চিত্র