• আবেদনকারীর নথি হাতিয়ে ৪টি নয়া অ্যাকাউন্টে ১০ লক্ষ লেনদেন, গ্রেপ্তার ব্যাঙ্কের কর্মী
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নতুন অ্যাকাউন্ট খোলার জন্য একটি নামী বেসরকারি ব্যাঙ্কে গিয়েছিলেন এক যুবক। অ্যাকাউন্ট খোলার জন্য যা যা নথিপত্র দরকার তিনি সেইসব জমা করেছিলেন। কিন্তু যাঁর কাছে জমা করেছিলেন সেই ব্যাঙ্ককর্মী জানিয়েছিলেন, আপনার অ্যাকাউন্ট ওপন হয়নি! অথচ জানা যায়, নয়া আবেদনকারীর নথি হাতিয়ে তাঁর নামে চারটি অ্যাকাউন্ট খুলেছিলেন ওই ব্যাঙ্ককর্মী। এমনকী তাতে ১০ লক্ষ টাকা সাইবার প্রতারণায় লেনদেন হয়েছে বলেও জানতে পেরেছে পুলিস। এই ঘটনায় অভিযুক্ত ব্যাঙ্ককর্মীকে গ্রেপ্তার করল নারায়ণপুর থানার পুলিস। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম কুশল রায়। তাঁর বাড়ি বাগুইআটিতে।

    প্রসঙ্গত, ধৃত কর্মী যে ব্যাঙ্কের সঙ্গে যুক্ত কিছুদিন আগে বাগুইআটি শাখায় ওই ব্যাঙ্কে একটি প্রতারণা হয়েছিল। এক রিলেশনশিপ ম্যানেজার তিন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৪৯ লক্ষ টাকা তছরুপ করেছিলেন। ওই ব্যাঙ্ককর্মীও গ্রেপ্তার হন আগস্টের দ্বিতীয় সপ্তাহে। ফের ওই ব্যাঙ্কের নারায়ণপুর শাখায় এমন ধরনের ঘটনা ঘটায় শোরগোল ছড়িয়েছে। স্থানীয়দের বক্তব্য, ব্যাঙ্ককর্মীরাই যদি প্রতারণা ও আর্থিক তছরুপে যুক্ত থাকেন তাহলে মানুষের আর্থিক নিরাপত্তা কোথায়? পুলিস সূত্রে জানা গিয়েছে, পাঁচ আগস্ট আবেদনকারী নারায়ণপুর থানায় অভিযোগ করেন। তিনি পুলিসকে জানান, নারায়ণপুর শাখায় অ্যাকাউন্ট খুলতে গিয়ে কর্মী কুশল রায়কে সমস্ত নথি দিয়েছিলেন। কুশল বলেছিলেন, অ্যাকাউন্ট ওপন হয়নি। কিছুদিন পর তিনি একটি মেসেজ পান। তাতে বলা হয় সাইবার প্রতারণার টাকা লেনদেনের জন্য তাঁর অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে! তারপর তিনি থানায় যান। পুলিস জানতে পারে, তাঁর নথি নিয়ে তাঁর নামেই কুশল অ্যাকাউন্টগুলি খুলেছিল। তারপর অবৈধ লেনদেন করেন।
  • Link to this news (বর্তমান)