• সোনা চুরির টাকা অনলাইন গেমে লগ্নি, শ্যামপুর থেকে গ্রেপ্তার ১
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: তামিলনাড়ুর মাদুরাইয়ে সোনার দোকানে কাজ করত প্রদ্যুৎ। তবে অনলাইন গেমের নেশা চেপে বসেছিল তার উপর। এভাবেই বাড়তি টাকা রোজগারের খোয়াব দেখেছিল শ্যামপুরের বাসিন্দা এই পরিযায়ী শ্রমিক। কিন্তু গেম খেলতে তো টাকা লাগবে! তা আসবে কোথা থেকে! শেষমেশ টাকার লোভে সোনা চুরির পথ বেছে নেয় সে। তারপর গা ঢাকা দেয় শ্যামপুরে। এই সোনা চুরির অভিযোগে বৃহস্পতিবার রাতে শ্যামপুর থানার নওদা থেকে প্রদ্যুৎ মাইতিকে গ্রেপ্তার করেছে মাদুরাইয়ের পুলিস। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে।

    জানা গিয়েছে, গত চার বছর ধরে তালিনাড়ুর মাদুরাইয়ে একটি সোনার দোকানে কাজ করছে প্রদ্যুৎ। এই কাজের ফাঁকে সময় পেলেই বসে যেত ফোন নিয়ে। উদ্দেশ্য একটাই, অনলাইনে গেম খেলে টাকা উপার্জন। এই নেশা চেপে বসেছিল তার ঘাড়ে। সোনার দোকানের মালিক আরেক বাঙালি অসীম হাজরা অভিযোগ করেন, অনলাইন গেমের নেশায় দোকান থেকে সোনা চুরি করেছে প্রদ্যুৎ। তারপর ২০ আগস্ট মাদুরাই থেকে পালিয়ে শ্যামপুরে চলে আসে সে। প্রদ্যুতের সঙ্গে যোগাযোগ করা হলে সে চুরির কথা স্বীকার করে বলে, পরের দিনই টাকা ফেরত দিয়ে দেবে। কিন্তু টাকা না পাওয়ায় ২২ আগস্ট মাদুরাইয়ের থানায় অভিযোগ দায়ের করা হয়। 

    অসীমবাবুর দাবি, শুধু তাঁর দোকান থেকে নয়, তাঁর পরিচিত অন্যান্য দোকান থেকেও কাজের নাম করে সোনা নিয়ে এসে বিক্রি করেছে প্রদ্যুৎ। বছরখানেক আগেও একইভাবে দোকান থেকে সোনা হাতিয়ে ধরা পড়েছিল সে। অসীম হাজরা বলেন, ওই টাকা ধীরে ধীরে মিটিয়ে দেওয়ার কথা বললেও এখনও পুরোটা পরিশোধ করেনি। তার আগেই ফের সোনা চুরি করেছে প্রদ্যুৎ।
  • Link to this news (বর্তমান)