• চলতি মরশুমে প্রথমবার স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি বৃষ্টিপাত উত্তরবঙ্গে
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বর্ষা মরশুমে আগস্ট মাসেই প্রথম, উত্তরবঙ্গে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হল। দক্ষিণবঙ্গে জুন ও জুলাইয়ের মতো আগস্টেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। তবে ওই দু’মাসের তুলনায় আগস্টে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমেছে। জুন ও জুলাইতে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ২০ ও ২৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। সেখানে আগস্টে হয়েছে ২ শতাংশ বেশি। অন্যদিকে, উত্তরবঙ্গে সামগ্রিকভাবে জুন ও জুলাই মাসে স্বাভাবিকের থেকে যথাক্রমে ২৩ ও ৩৩ শতাংশ কম বৃষ্টি হয়েছিল। সেখানে আগস্টে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ২১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

    আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, আগস্টে উত্তরবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখা সক্রিয় ছিল। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি মাত্রায় ঢুকে উত্তরবঙ্গের দিকে গিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টির মেঘ তৈরি হওয়ার প্রবণতা বেশি ছিল। তাই উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। আগস্ট মাসের শেষবেলায় উত্তরবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে। হিমালয় লাগোয়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে জুন-জুলাইয়ের তুলনায় আগস্টে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব কম পড়েছে। গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিয়মিত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলছে। আজ শনিবার এরকম পরিস্থিতি থাকবে। ২ সেপ্টেম্বর নাগাদ ফের উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপটি দক্ষিণবঙ্গে আসতে পারে। 
  • Link to this news (বর্তমান)