• মিলছে না পেনশন, বরানগর পুরসভার বিক্ষোভ প্রাক্তনদের
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: মাসিক পেনশন পাওয়া দূরের কথা, গত দু’মাস পেনশন পাননি বরানগর পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রতিবাদে শুক্রবার দুপুরে তাঁরা বরানগর পুরসভায় এসে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, শুধু পেনশন নয়, সদ্য অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকেই পিএফ ও গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না। পুরসভার তরফে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। 

    বরানগর পুরসভায় অবসরপ্রাপ্ত কর্মীদের মাসিক পেনশন বহুদিন বন্ধ রয়েছে। চলতি সপ্তাহে তাঁরা পুরসভায় এসে আধিকারিকদের সঙ্গে দেখা করলেও কেউ কোনও আশ্বাস দিতে পারেননি। বকেয়া টাকার দাবিতে এদিন বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অবসরপ্রাপ্ত কর্মী বুদ্ধদেব গুহ, অমলেশ মণ্ডল বলেন, জুলাই মাস থেকে পেনশন পাচ্ছি না। অবসরপ্রাপ্ত কর্মীরা শুধুমাত্র এই টাকার উপর নির্ভরশীল। বহু কর্মী পিএফ ও গ্র্যাচুইটির টাকাও পাচ্ছেন না বলে অভিযোগ তোলেন তাঁরা। এই বিষয়ে চেয়ারম্যান অপর্ণা মৌলিক বলেন, পেনশনের টাকা দিতে মাসে আমাদের দেড় কোটি টাকা খরচ হয়। এতদিন ধরে তা দেওয়া হচ্ছে। আগামী দিনেও তা দেওয়া হবে। এখন কিছুটা সমস্যা হয়েছে। দ্রুত আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানো হবে।। ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু বলেন, অবসরপ্রাপ্ত কতজন কর্মী রয়েছেন, কী সমস্যার জন্য এই পরিস্থিতি, তা আধিকারিকদের সঙ্গে কথা না বলে জানানো সম্ভব নয়।
  • Link to this news (বর্তমান)