নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতে ১৭ পাতার এই চার্জশিট জমা পড়েছে বলে খবর। চার্জশিটে উল্লেখ রয়েছে, কীভাবে পরিকল্পনা করে বিনা পরীক্ষায় পাশ করানো হতো। একইসঙ্গে জমা পড়েছে ফুটেজও। তাতে যাঁদের কথা বলতে শোনা যাচ্ছে, সেটি সংশ্লিষ্ট ব্যক্তিদেরই কি না, তা জানতে পাঁচ জনের কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে বলে চার্জশিটে জানিয়েছে এজেন্সি। চূড়ান্ত চার্জশিট জমা পড়ে যাওয়ায় চার্জগঠন ও বিচার প্রক্রিয়া শুরু করতে আর কোনও বাধা রইল না।