নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষাকর্মীর পদ পূরণে পরীক্ষার আবেদন শুরুর বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, গ্রুপ সি পদে শূন্যপদ রয়েছে ২ হাজার ৯৮৯টি। আর গ্রুপ ডি পদে শূন্যপদের সংখ্যা ৫ হাজার ৪৮৮টি। ১৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করবে কমিশন। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ওই দিনের মধ্যেই ফি জমা নেওয়ার প্রক্রিয়াও শেষ করবে তারা। বিস্তারিত বিজ্ঞপ্তি ৩১ আগস্ট প্রকাশিত হবে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে (www.westbengalssc.com).