নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এস এন ব্যানার্জি রোডের ট্রাফিক সিগন্যালে রোজ আটকে পড়ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। তাই বাধ্য হয়ে কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা, ডিসি ট্রাফিক ওয়াই এস জগন্নাথ রাওকে চিঠি দিলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার প্রোটোকল।
জানা গিয়েছে, ২৭ আগস্ট লালবাজারে পাঠানো চিঠিতে হাইকোর্টের তরফে অভিযোগ করা হয়েছে, সকাল সাড়ে ৯টা-পৌনে ১০টা বেজে গেলেও এস এন ব্যানার্জি রোডের সব ট্রাফিক সিগন্যাল ‘অটোমেটিক’ মোডে থাকে। সেই কারণেই এই সমস্যা হচ্ছে বলে চিঠিতে দাবিতে করা হয়েছে। কারণ, সাধারণত রাতের বেলা ট্রাফিক সিগন্যাল অটোমেটিক মোডে থাকে। এই সমস্যা সমাধানে এস এন ব্যানার্জি রোডের ট্রাফিক সিগন্যালে বাড়তি সার্জেন্ট ও কনস্টেবল মোতায়েন করতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে কলকাতা পুলিসের ডিসি (ট্রাফিক)-কে ফোন করা হলেও তিনি তা ধরেননি। হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানো হলেও তার উত্তর আসেনি।