ঠাকুরপুকুরে দোকানে চুরির কিনারা পুলিসের, গ্রেপ্তার ১
বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠাকুরপুকুরের একটি দোকানে চুরির ঘটনার কিনারা করল পুলিস। উদ্ধার করা হয়েছে টাকা। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে ঠাকুরপুকুর থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কয়েকদিন আগে ওই দোকান থেকে এক লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস প্রথমে সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করে। সেখান থেকে একজনকে চিহ্নিত করা হয়। জানা যায়, অভিযুক্ত এর আগেও বিভিন্ন দোকানে ঢুকে চুরি করেছে। এরপর বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে ধরা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ষাট হাজার টাকা। শুক্রবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে লিগ্যাল এইডের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, অভিযুক্ত চুরি করেছে প্রমাণ মেলেনি। যদিও সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, অভিযুক্তের কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে। সওয়াল শেষে তাকে পুলিস হেফাজতে পাঠায় আদালত।