• কয়লা পাচার মামলা: অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক ভুয়ো বিল তৈরি ও অন্যান্য নথি জালিয়াতি করে ৩০০ কোটিরও বেশি টাকার কয়লা ভারতের বিভিন্ন রাজ্যে পাচারের অভিযোগ উঠেছিল শহরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ২০২৩ সালে কলকাতা পুলিসে এই মর্মে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলায় অভিযুক্ত ব্যবসায়ীর আগাম জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। শুক্রবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় এই আর্জি নাকচ করে দেন। মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু বলেন, ওয়াগনে করে ওই কয়লা পাচার করা হয়েছিল। সেকারণে রেলের তরফে অভিযোগ দায়ের করা হয়। সম্প্রতি কলকাতা নগর দায়রা আদালতে আগাম জামিনের আর্জি জানায় অভিযুক্ত। এদিন ছিল সেই মামলার শুনানি। সরকারপক্ষ জামিনের আর্জিতে আপত্তি জানায়। অভিযুক্তের পক্ষ থেকে বলা হয়, সব অভিযোগ ভিত্তিহীন। বিচারক কেস‑ডায়েরি খতিয়ে দেখে অভিযুক্তের আগাম জামিনের আর্জি নাকচ করে দেন।
  • Link to this news (বর্তমান)