• এক সপ্তাহে ৪০! শহরে ৪০০ ছুঁতে চলেছে ডেঙ্গু সংক্রমণ
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব ততটা না দেখা গেলেও স্বল্প হারে বাড়ছে সংক্রমণ। কলকাতা পুরসভার তথ্য বলছে, গত এক সপ্তাহে ৪০ জন নাগরিক নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা কয়েকদিনের মধ্যেই ৪০০ ছোঁবে। যদিও তা খুব চিন্তার বিষয় নয় বলেই দাবি পুর-স্বাস্থ্যকর্তাদের।

    পুরসভার তথ্য বলছে, চলতি বছর ২৪ আগস্ট পর্যন্ত কলকাতা পুর এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৮৩। ১৭ আগস্ট পর্যন্ত সংখ্যাটা ছিল ৩৪৩। এক পুরকর্তা বলেন, ‘গতবারের তুলনায় এবার শহরে ডেঙ্গু সংক্রমণ খানিকটা বেশি। গত কয়েক সপ্তাহের যা ট্রেন্ড, তাতে গতবারের থেকে এ বছরের সংক্রমণ বৃদ্ধির হার ২০ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করছে। তার বেশি বাড়ছে না।’ প্রসঙ্গত, ২০২৪ সালে ২৪ আগস্ট পর্যন্ত শহরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩১২। তার আগের বছর, ২০২৩ সালে এই একই সময়কালে সংখ্যাটা ছিল প্রায় পাঁচগুণ বেশি, ১৪০৭।
  • Link to this news (বর্তমান)