নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেড় কেজি ওজনের সোনার বাট আত্মসাতের অভিযোগে শোলাপুর থেকে এক কর্মচারীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। ওই পরিমাণ সোনার বাজারদর ১ কোটি ১১ লক্ষ টাকা। ধৃতের নাম বিরাজ সুনীল গোরেভ। পোস্তা থানার পুলিসের একটি টিম গত ২৭ আগস্ট মহারাষ্ট্রের শোলাপুরে হানা দিয়ে পলাতক এই কর্মচারীকে গ্রেপ্তার করেছে বলে কলকাতা পুলিসের এক সূত্রে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের জুন মাসের গোড়ায়। লিলুয়ার বাসিন্দা তথা পোস্তার বুলিয়ান ট্রেডার্স পান্ডুরাম কেলকার পোস্তা থানায় লিখিত অভিযোগে জানান, ৯ জুন তিনি তাঁর কর্মচারী বিরাজ সুনীল গোরেভকে দেড় কেজি ওজনের ১২টি সোনার বাট ডেলিভারি করতে পাঠিয়েছিলেন। কিন্তু তা ডেলিভারি না করে তিনি কলকাতা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যান। এমনকী তার মোবাইল ফোনও বন্ধ হয়ে যায়।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পান্ডুরাম ১২ জুন পোস্তা থানায় পলাতক কর্মচারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্তে নামে পোস্তা থানার পুলিস। প্রাথমিক তদন্ত শেষে ওই কর্মচারীর খোঁজে একাধিকবার শোলাপুরে হানা দেয় পোস্তা থানার টিম। কিন্তু প্রত্যেকবারই খালি হাতে ফিরতে হয়েছে কলকাতা পুলিসকে। শেষমেশ ২৭ আগস্ট শোলাপুরের বাড়িতে হানা দিয়ে গোরেভকে গ্রেপ্তার করে পোস্তা থানা। তবে ওই সোনা এখনও উদ্ধার করা যায়নি বলে পুলিস জানিয়েছে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে শুক্রবার কলকাতায় আনা হয়। শুক্রবার দুপুরে তাকে ব্যাঙ্কশাল আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (১) এজলাসে হাজির করা হয়। সরকারি কৌঁসুলি দীপনারায়ণ পাকড়াশি জানিয়েছেন, অভিযুক্তকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।