নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্রীর গণধর্ষণের অভিযোগ সামনে আসার দেড় মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরেও সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোনও পদক্ষেপ হয়নি সাউথ ক্যালকাটা ল কলেজে। এ নিয়ে শুক্রবার কলেজ পরিচালন সমিতির বৈঠক উত্তপ্ত হয়। ঘটনার পরে জরুরিকালীন ভিত্তিতে দু’জন প্রাক্তন সেনাকর্মীকে নিরাপত্তার দায়িত্বে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। তারপরে ধাপে ধাপে নিরাপত্তাকর্মী বাড়ানোর সিদ্ধান্ত হয়। এছাড়াও আরও বেশি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কলেজ পরিচালন সমিতির বৈঠকে। সেসব কিছুই হয়নি। এমনকী, বিশাখা আইন মেনে আইসিসি গঠনের সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি। এসব নিয়ে দ্রুত পদক্ষেপ করার আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।