• বন্ধ বিদ্যাসাগর সেতু, ৩১ অগস্ট হাওড়ায় কড়া ট্র্যাফিক নিয়ন্ত্রণ, রইল রুটম্যাপ
    এই সময় | ৩০ আগস্ট ২০২৫
  • কাজ হবে বিদ্যাসাগর সেতুতে। সেই কারণে, ৩১ অগস্ট অর্থাৎ আগামী রবিবার হাওড়ায় দিনভর চলবে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ। কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিল পোর্টাল বিম বসানো এবং বিদ্যাসাগর সেতুর কেবল ও বেয়ারিং বদল হবে। এর আগেও রবিবার করে এই কাজ হয়েছে এবং তার জন্য বন্ধ থেকে বিদ্যাসাগর সেতু। একই ছবি দেখা গিয়েছিল ২৪ অগস্টে। তেমনই ৩১ অগস্ট, ভোর ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত একাধিক রাস্তা বন্ধ ও ঘুরপথে চালানো হবে যান চলাচল। হাওড়া সিটি পুলিশ শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, জনস্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

    কোলাঘাট বা ডানকুনি থেকে কলকাতা যাওয়া গাড়ি কোনা এক্সপ্রেসওয়ে বা বিদ্যাসাগর সেতুতে উঠতে পারবে না। ওই গাড়িগুলিকে ধুলাগড়–নিবরা–সলপ হয়ে বিবেকানন্দ সেতু ধরতে হবে। কলকাতা থেকে হাওড়া আসা গাড়িগুলিও দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে পারবে না, তার বদলে হাওড়া ব্রিজ বা নিবেদিতা সেতু ধরে আসতে হবে।

    কোলাঘাটে যাওয়া ছোট গাড়িগুলি ব্যবহার করতে পারবে কাজিপাড়া, জিটি রোড, আন্দুল রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক। ডানকুনি যাওয়া ছোট গাড়িগুলি হ্যাংসাং ক্রসিং, আমতা রোড ও সলপ হয়ে সিসিআর ব্রিজ–মৈতিপাড়া যেতে পারবে। এছাড়া কাজিপাড়া হয়ে বালি–জিরো পয়েন্ট হয়ে ডানকুনিও যেতে পারবে।

    সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে হলেও কিছুটা ঘুরপথ নিতে হবে। নিবরার দিক থেকে আসা সব ছোট গাড়ি জগাছা–মাহিয়ারি রোড নিতে পারবে। কাজিপাড়া বা হ্যাংসাং ক্রসিংয়ের দিক থেকে আসা ছোট গাড়িগুলি অবশ্য সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)