• কলকাতা লিগে টানা চতুর্থ জয় ইস্টবেঙ্গলের, কালীঘাটকে হারিয়ে গ্রুপ শীর্ষে শেষ করল বিনোর দল
    আনন্দবাজার | ৩০ আগস্ট ২০২৫
  • কলকাতা লিগে অব্যাহত ইস্টবেঙ্গলের জয়যাত্রা। শুক্রবার কালীঘাট মিলন সংঘকে ৩-১ গোলে হারাল বিনো জর্জের দল। এ দিনের জয়ের ফলে গ্রুপ পর্বে শীর্ষে শেষ করল লাল-হলুদ শিবির। টানা চার ম্যাচ জিতে ১১ ম্যাচে ২৩ পয়েন্টে শেষ করল ইস্টবেঙ্গল।

    কালীঘাটের বিরুদ্ধে ঝুঁকি নিতে চাননি ইস্টবেঙ্গল কোচ। সিনিয়র দলের বেশ কয়েক জনকে রেখে প্রথম একাদশ সাজিয়েছিলেন তিনি। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে শুরু করেন লাল-হলুদ ফুটবলারেরা। যদিও গোলের জন্য ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই সময় ডেভিড লালহানসাঙ্গার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধে আর গোল করতে পারেনি বিনোর দল। তবে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল কালীঘাট। ৩২ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন বিদ্যানন্দ সিংহ।

    দ্বিতীয়ার্ধেও আগ্রাসী মেজাজেই ছিল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ফুটবলারদের পায়ে বল গেলেই তাড়া করেছেন লাল-হলুদ ফুটবলারেরা। ৫৩ মিনিটে গুইতে পেকার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৬৮ মিনিটে ব্যবধান কমায় কালীঘাট। পেনাল্টি থেকে গোল করেন পরিবর্ত হিসাবে নামা দেবদত্ত। তাতে অবশ্য লাভ কিছু হয়নি। ৮৭ মিনিটে শ্যামল বেসরার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। শ্যামলের গোলের আগে দেবদত্ত দুটো সহজ সুযোগ নষ্ট না করলে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত। এই সময় কিছুটা চাপে পড়ে গিয়েছিল লাল-হলুদ ডিফেন্স।
  • Link to this news (আনন্দবাজার)