আজকাল ওয়েবডেস্ক: সেপ্টেম্বরের শেষে দুর্গাপুজো। তার আগে বড়সড় চমক দিতে চলেছেন মহারাজ। জানা গিয়েছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগে নিজের পোশাকের ব্র্যান্ড বাজারে আনতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন ভারত অধিনায়ক ক্রিকেট মাঠ ছাড়ার পর প্রশাসনিক পদে দায়িত্ব নিয়েছেন। তাঁকে দেখা গিয়েছে রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবেও। কিন্তু এবার তিনি একেবারে অন্য মঞ্চে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা বিরাট কোহলির মতো তারকাদের নিজস্ব ব্র্যান্ড রয়েছে। এবার তাঁদের পথেই হাঁটতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। জানা যাচ্ছে, এবার সৌরভ নিজের ফ্যাশন ব্র্যান্ড লঞ্চ করবেন তাও আবার পুজোর আগেই। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতায় ব়্যাম্পে হেঁটে সৌরভ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই নতুন পোশাকের ব্র্যান্ডের। তাঁর সঙ্গে একই মঞ্চে বলিউডের একাধিক অভিনেত্রীর থাকার কথাও শোনা যাচ্ছে।
তবে সৌরভের এই ব্র্যান্ডে জামা, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক পাওয়া যাবে শুধুমাত্র পুরুষদের জন্য। মহারাজের ঘনিষ্ঠ সূত্রে খবর, তাঁর নামের সঙ্গে মিলিয়ে এই নতুন ব্র্যান্ডের নামকরণ করা হয়েছে। প্রথমদিকে সম্ভবত সৌরভের ব্র্যান্ডের পোশাক শুধুমাত্র অনলাইনে একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। তারপর বিক্রি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, ক্রিকেট ছাড়ার পর বিভিন্ন মঞ্চে দেখা গিয়েছে সৌরভকে। সিএবি থেকে বিসিসিআই, পাশাপাশি, বর্তমানে প্রচুর ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসডর তিনি। বাংলায় শিল্পেও লগ্নি করেছেন সৌরভ। পাশাপাশি, তাঁকে দেখা গিয়েছে আইপিএলে মেন্টরের পদেও। এবার পুজোর বাজার কাঁপাতে ফের ময়দানে নেমে পড়ছেন সৌরভ।
দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি২০ টুর্নামেন্ট SA20 লিগের নতুন মরশুমে বড় দায়িত্ব পেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। প্রিটোরিয়া ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি শনিবার সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, দলের নতুন প্রধান কোচ হচ্ছেন ‘প্রিন্স অফ কলকাতা’। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ‘প্রিন্স তাঁর রয়্যাল টাচ নিয়ে আসছেন ক্যাপিটালস শিবিরে! আমরা দারুণ উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলিকে নতুন হেড কোচ হিসেবে পেয়ে।’ এটাই সৌরভের প্রথম পেশাদার দলে প্রধান কোচ হিসেবে কাজ। তিনি দায়িত্ব নেবেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রটের জায়গায়। প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে সৌরভের ভূমিকা হবে একেবারেই পূর্ণাঙ্গ। ২০২৬ সালের এসএ২০ লিগের সূচি এগিয়ে আনা হয়েছে, কারণ ওই বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি২০ বিশ্বকাপের আসর। ডিসেম্বর ২৬ থেকে জানুয়ারি ২৫ পর্যন্ত চলবে টুর্নামেন্ট।
কোচ হিসেবে সৌরভের প্রথম বড় কাজ হবে আগামী ৯ সেপ্টেম্বর নিলামে সেরা দল বেছে নেওয়া। ক্রিকেট মহলে এখন জোর আলোচনা, প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি মাঠে তাঁর নেতৃত্বগুণ কতটা প্রভাব ফেলতে পারে প্রিটোরিয়া ক্যাপিটালসের পারফরম্যান্সে। মহারাজ এর আগেও জানিয়েছেন, তাঁর কোচ হওয়ার ইচ্ছে রয়েছে। উজ্জ্বল ক্রিকেট কেরিয়ারের পর এবার কোচিং কেরিয়ার শুরু করছেন তিনি। এর আগে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বিসিসিআইয়ের প্রধানের দায়িত্ব পালন করার সময়ে ভারতীয় ক্রিকেটে একাধিক বদল এনেছেন তিনি। তাঁর সময়ে প্রচুর উন্নতি করেছে ভারতীয় ক্রিকেট। এমনকি, তাঁর আমলেই অধিনায়ক হয়েছিলেন রোহিত শর্মা। পরবর্তীকালে, হিটম্যানের অধিনায়কত্বেই টি২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। এবার তাঁর কোচিংয়ে প্রিটোরিয়া ক্যাপিটালস কীরকম পারফরম্যান্স করে সেদিকেই নজর রয়েছে ক্রিকেট মহলের।