• Breaking News Live: টালিগঞ্জে বৃদ্ধের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
    এই সময় | ৩০ আগস্ট ২০২৫
  • জম্মু-কাশ্মীরের রামবানে মেঘভাঙা বৃষ্টি এবং রিয়াসিতে ধস নেমে শনিবার অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। রিয়াসির ধসে একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। রিয়াসির মাহোরে এলাকার বাড্ডের গ্রামে প্রবল বৃষ্টির জেরে ধস নামে। কাঁচা বাড়িতে ছিলেন নাজির আহমেদ, তাঁর স্ত্রী ও পাঁচ নাবালক সন্তান। ধসে সাত জনেই চাপা পড়েন বলে জানা গিয়েছে। শনিবার সকালেই রামবান জেলার রাজগড় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত তিন জনের মৃত্যুর খবর মিলেছে। উদ্ধার কাজ শুরু করেছেন প্রশাসনের কর্মীরা।

    সাতসকালে টালিগঞ্জে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, শনিবার সকালে টালিগঞ্জের ম্যুর অ্যাভিনিউ এলাকার একটি বাড়ির ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ তা এখনও জানা যায়নি।

    আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় একটি ঝোপ থেকে এক নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল শুক্রবার। নাবালিকার দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন। বিকৃত করে দেওয়া হয়েছিল মুখ। তার পরিচয় খুঁজে পেতে বিস্তর বেগ পেয়ে হয় পুলিশকে। শনিবার জানা যায়, মৃত নাবালিকা দুর্গাপুরে গোপালমাঠ এলাকার বাসিন্দা। দশম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়ার নাম করে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু স্কুলে না গিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য আসানসোল চলে যায় সে। এর পর থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার। দেহ উদ্ধারের পরে নাবালিকার পরিবারের অভিযোগ, প্রেমিকই ধর্ষণ করে খুন করেছে তাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    সাতসকালেই পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকাপ ভ্যান। জানা গিয়েছে, ওই ভ্যানে প্রায় ১০ জন শ্রমিক ছিলেন। সকলেই গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায়।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে জাপানে রয়েছেন। শনিবার মোদী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে যাত্রা করেছেন। শনিবার সকালে এক্সে সেই মুহূর্তের একটি ছবি পোস্ট করে জাপানের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেনডাইতে...’

    দেশের নানা রাজ্যে মেঘভাঙা বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগের বিরাম নেই। উত্তরাখণ্ডের চামোলির পরে শনিবার সকালে জম্মু-কাশ্মীরের রামবান এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে মৃত অন্তত তিন জন। বহু বাড়ির ক্ষতি। অন্তত পাঁচ জন নিখোঁজ। শ্রীনগর থেকে ১৩৬ কিলোমিটার দূরে রামবান এলাকা। সূত্রের খবর, উদ্ধারকাজ শুরু হয়েছে।

    শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার আমন্ত্রণে পঞ্চদশ ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী। শনিবার সকালে টোকিও-তে জাপানের ১৬টি প্রদেশের গভর্নরদের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী। সেই কথা শেয়ার করে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন মোদী। এ দিকে, জাপানে দুই দিনের সফর শেষ করে ৩০ অগস্ট চিনের তিয়ানজিনে পৌঁছনোর কথা নরেন্দ্র মোদীর।

    শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলায় কোনও কোনও অংশে ভারী বৃষ্টি হতে পারে। আজ কলকাতাতেও দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

  • Link to this news (এই সময়)