গোষ্ঠী-দ্বন্দ্ব আর বিশৃঙ্খলার জন্য দলের পূর্ব বর্ধমানের নেতাদের সতর্ক করে দিল তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গেই মনে করিয়ে দেওয়া হয়েছে, ভোটে জিতলেও ‘আত্মতুষ্টি’ আগামী বিধানসভা ভোটে দলের ক্ষতি ডেকে আনতে পারে।
জেলাওয়াড়ি সাংগঠনিক পর্যালোচনা নিয়ে শুক্রবার পূর্ব বর্ধামানের দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কলকাতায় বৈঠক করেছেন তৃণমূল নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সীর উপস্থিতিতে জেলার গোষ্ঠী-দ্বন্দ্ব ও বিশৃঙ্খলার প্রসঙ্গ উঠেছিল বৈঠকে। দুই নেতাই এ নিয়ে একাধিক নেতার নাম করে সতর্ক করে দিয়েছেন। এই কারণেই সম্প্রতি দলেরই একটি গোষ্ঠীর হাতে আক্রান্ত হয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন রাজ্যের মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। অভিষেক তাঁকে বলেন, ‘আপনার যা বলার আছে, তা সরাসরি মুখ্যমন্ত্রী বা আমাদের বলতে পারেন। আপনার সঙ্গে যে অন্যায় হয়েছে, দল তা দেখছে’। জেলা দলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে দলের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে বলা হয়েছে।