এক ম্যাচ বাকি থাকতেই অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করল ভারতের মেয়েরা। এ দিন থিম্পুর ছাংলিমিথাং স্টেডিয়ামে নেপালকে ৫-০ ফলে হারালো নীরা চানুরা। ফলে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। এর আগে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ও আয়োজক দেশ ভুটান ১-১ ড্র করায় ভারতের খেতাব নিশ্চিত হয়ে গিয়েছিল।
পাঁচ ম্যাচে ভারতের মেয়েরা করেছে ২৭ গোল। আরও আশ্চর্য তথ্য, প্রতিপক্ষ এখনও পর্যন্ত একবারও ভারতের জালে বল জড়াতে পারেনি। এই থেকেই স্পষ্ট কতটা দাপট নিয়ে সাফ খেতাব জিতেছে মেয়েরা!
এ দিন শুরু থেকেই কার্যত একতরফা খেলা হয়। সাংবাদিক বৈঠকেই ভারতের কোচ জোয়াকিম আলেকজ়ান্ডারসন জানিয়েছিলেন, তাঁরা জয়ের লক্ষ্যেই নামবেন। শুরু থেকেই সেই প্রতিজ্ঞ মনোভাব লক্ষ্য করা যায় ভারতের মেয়েদের খেলায়। ৫ মিনিটে এগিয়ে যায় ভারত। সেট-পিস থেকে দারুণ ভাবে গোল করে নীরা। দশ মিনিট পরে নীরার বাঁক খাওয়ানো ক্রস থেকে গোল করেপার্ল ফের্নান্দেস।
দু’গোল হওয়ার পরে চাপ আরও বাড়াতে থাকে ভারতের মেয়েরা। ৪৩ মিনিটের মাথায় দিব্যানী লিন্ডার দুরন্ত মাপা ক্রস খুঁজে নেয় পার্লকে। কোনও রকম অতিরিক্ত চেষ্টা ছাড়াই ভারতকে এগিয়ে দেয় পার্ল। প্রথমার্ধে ৩-০ ফলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।
দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ তৈরি, অফসাইড হলেও গোল আসছিল না। অবশেষে ৭৯ মিনিটে শ্বেতা রানির ক্রস গোলের দিকে ফ্লিক করেন বনিফিলিয়াশুল্লাই। সেই বল ধরে ৪-০ করে দিব্যানী। সংযুক্ত সময়ে ফের স্কোরশিটে নাম তোলে দিব্যানী। এ ক্ষেত্রে ক্রস করে অনিতা দুংদুং।
রবিবার নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেও কোনও রকম হাল্কা মনোভাব দেখাতে নারাজ নীরারা। খেতাব নিশ্চিত হয়ে যাওয়ায় এখন মেয়েদের লক্ষ্য, অপরাজিত থেকে প্রতিযোগিতা শেষ করা।